সংবিধানের প্রস্তাবনায় থাকবে কি ‘ধর্মনিরপেক্ষ’-‘সমাজতান্ত্রিক’? বড় সিদ্ধান্ত নিল সুপ্রীম কোর্ট

By Bangla News Dunia Dinesh

Published on:

 

Bangla News Dunia, দীনেশ :- ‘সমাজতান্ত্রিক’ এবং ‘ধর্মনিরপেক্ষতা’ এই দুই শব্দ নিয়ে আপত্তি তুলে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছিল। মামলাকারীদের মধ্যে অন্যতম প্রধান মুখ ছিলেন প্রাক্তন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী, সমাজকর্মী বলরাম সিং এবং‌ আইনজীবী অশ্বিনী উপাধ্যায়। সোমবার এই মামলার শুনানিতে শীর্ষ আদালতের (Supreme Court) প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি পিভি সঞ্জয় কুমারের বেঞ্চ সাফ জানায়,  ‘সংবিধানের প্রস্তাবনায় ‘সমাজতান্ত্রিক’ এবং ‘ধর্মনিরপেক্ষতা’ শব্দ দুটি বহাল থাকবে।’

আরো পড়ুন :- বিশ্ব বাণিজ্যে চিনকে টক্কর দিতে প্রস্তুত ভারত !

মামলাকারীদের তরফে ‘সমাজতান্ত্রিক’ (Socialist) এবং ‘ধর্মনিরপেক্ষতা’ (Secular) এই শব্দ নিয়ে আপত্তির কারণ হিসেবে বলা হয়েছিল, ‘৪২তম সংবিধান সংশোধনী আসল সংবিধানকে বিকৃত করছে। সংবিধান সভার আলোচনায় সংবিধানের প্রণেতারা এই দু’টি শব্দকে প্রস্তাবনার বাইরে রাখার সিদ্ধান্ত নেন।’ তবে শীর্ষ আদালত মামলাকারীদের যুক্তি খারিজ করে জানিয়েছে, ‘সংবিধান সংশোধনীর বিষয়ে সংসদকে ক্ষমতা দিয়েছে সংবিধানই। তাছাড়া এই দুটি শব্দ এত বছর ধরে বহু বিচার বিভাগীয় পরীক্ষা-নিরীক্ষার ভেতর দিয়ে গিয়েছে।’

আরো পড়ুন :- হিরোশিমা-নাগাসাকির মতো প্রলয় দেখবে গোটা বিশ্ব ! কিন্তু কেন ?

আরো পড়ুন :- অবশেষে ২০২৫ সালে জনগণনা ! কতটা রাজনৈতিক সুবিধা পাবে বিজেপি ?

উল্লেখ্য, ১৯৭৬ সালে দেশের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি (Indira Gandhi) সরকার ৪২তম সংবিধান সংশোধনীর মাধ্যমে প্রস্তাবনায় ‘সমাজতান্ত্রিক’ এবং ‘ধর্মনিরপেক্ষতা’ শব্দ দুটি অন্তর্ভুক্ত করেছিল। ভারতের পরিচয় হিসাবে আগে  সংবিধানের প্রস্তাবনায় উল্লেখ ছিল সার্বভৌম, গণতান্ত্রিক এবং প্রজাতান্ত্রিক। পরে এই দুটি শব্দ যুক্ত হয়।  শব্দ

আরো পড়ুন :- NIT দুর্গাপুরে কর্মী নিয়োগ চলছে! সরাসরি ইন্টারভিউর মাধ্যমে, বেতন ২০,০০০/- টাকা

#END

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- মণিপুর সংকটের অবসানে চাই হস্তক্ষেপ, রাষ্ট্রপতিকে চিঠি খাড়গের

আরো পড়ুন :- সরল বাধা, পার্পল লাইনে দুরন্ত গতিতে হবে মেট্রোর কাজ! জোকা-বিবাদী বাগ রুট নিয়ে সুখবর

আরো পড়ুন :- বন্দে ভারতের খাবারে পোকা! অভিযোগ উঠতেই ক্যাটারিং সংস্থাকে ৫০ হাজার ফাইন রেলের

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন