সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জশিট সিবিআইয়ের, আরজি কর দুর্নীতি মামলায় হাজার পাতার নথি জমা পড়ল আদালতে

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

san

Bangla News Dunia , Rajib : আরজি কর হাসপাতালে দুর্নীতি মামলায় প্রথম চার্জশিট জমা পড়ল আলিপুরের বিশেষ সিবিআই আদালতে। শুক্রবার এই চার্জশিট জমা দিয়েছে সিবিআই। ২৮ নভেম্বর ‘এই সময়’ সংবাদপত্র এক্সক্লুসিভ রিপোর্টে লিখেছিল, চার্জশিটে নাম থাকতে চলেছে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের। তাঁর তিন সাগরেদ বিপ্লব সিংহ, সুমন হাজরা ও আফসার আলি খানেরও নাম থাকতে চলেছে বলেও লেখা হয়েছিল। শুক্রবার সেই খবরেই সিলমোহর পড়ল। চার্জশিট ও অতিরিক্ত নথি মিলিয়ে হাজার পাতার অভিযোগ জমা দিয়েছে সিবিআইয়ের দুর্নীতি দমন শাখা বা অ্যান্টি করাপশন ব্রাঞ্চ। সন্দীপ ঘোষ ছাড়াও নাম রয়েছে বিপ্লব সিংহ, সুমন হাজরা, আফসার আলি খান এবং আশিস পাণ্ডের।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন