সবাইকে কি আপগ্রেড করতে হবে প্যান কার্ড ? কী আপডেট এলো বিস্তারিত জানুন

By Bangla News Dunia Dinesh

Published on:

 

Bangla News Dunia, দীনেশ :- ১৯৭২ সাল থেকে ব্যবহৃত হওয়া আপনার প্যান কার্ড এবার বদলাতে হবে। মোদি সরকার প্যান কার্ডের নতুন সংস্করণ প্যান 2.O (PAN 2.0) এর অনুমোদন দিয়েছে।

এর ফলে দেশের প্রায় ৭৮ কোটি নাগরিকের প্যান কার্ড আপগ্রেড করতে হবে। কেন্দ্রীয় সরকার কর্তৃক এই পরিবর্তনের মূল উদ্দেশ্য হল করদাতাদের জন্য প্যান কার্ড ব্যবহারের প্রক্রিয়াকে আরো সহজ ও সুবিধাজনক করে তোলা। 

নতুন প্যান কার্ড অনুমোদনের পর অনেকের মনেই প্রশ্ন উঠছে প্যান নম্বর কি পরিবর্তন হবে? কিভাবে এই নতুন প্যান কার্ড পাওয়া যাবে? তো চলুন আজকের এই প্রতিবেদনে সমস্ত প্রশ্নের উত্তর খুঁজে নেওয়া যাক।

প্যান নম্বর কী বদলে যাবে?

কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, নতুন প্যান কার্ডে শুধুমাত্র আধুনিক প্রযুক্তি এবং বিশেষ কিছু ফিচার যোগ করা হবে। তবে প্যান নম্বর সম্পূর্ণ অপরিবর্তিত থাকবে। 

নতুন প্যান কার্ডে একটি QR কোড যুক্ত করা হবে, যেখানে আপনার সমস্ত তথ্য অন্তর্ভুক্ত থাকবে। এর ফলে ট্যাক্স প্রদান, কোম্পানি রেজিস্ট্রেশন বা ব্যাংক একাউন্ট খোলার ক্ষেত্রে প্রক্রিয়াগুলি আরও সহজতর হবে। 

আরো পড়ুন :- ভারত এবং চিনের সম্পর্কে নতুন মোড় ! জানুন আসল সত্য

নতুন প্যান কার্ডের বিশেষ ফিচার

এই নতুন প্যান কার্ডগুলির কিছু বিশেষ ফিচার রয়েছে। সেগুলি হল-

  • উন্নত প্রযুক্তি- প্যান কার্ডের ব্যবহার আরও সহজ করতে অত্যাধুনিক প্রযুক্তি যুক্ত করা হবে এই নতুন প্যান কার্ডে।
  • ব্যবসায়িক পরিচয় নিবন্ধন- এবার থেকে ব্যবসা নিবন্ধনের প্রক্রিয়া সহজ করতে প্যান কার্ডে বিশেষ ফিচার যোগ করা হবে।
  • একীভূত প্লাটফর্ম- প্যান কার্ড সংক্রান্ত সমস্ত পরিসেবা এখন একটি সমন্বিত প্ল্যাটফর্মের মাধ্যমে পরিচালিত হবে। এর ফলে ব্যবহারকারীরা খুব সহজেই প্যান কার্ডের কাজ করতে পারবে।
  • সুরক্ষা ব্যবস্থা- ব্যবহারকারীদের তথ্য সুরক্ষিত রাখতে উন্নত নিরাপত্তা ব্যবস্থার সংযোজন করা হবে। এর ফলে জালিয়াতি ও প্রতারণার রোধ হবে।

কিভাবে পাবেন এই নতুন প্যান কার্ড?

এই নতুন প্যান কার্ড পাওয়ার জন্য সাধারণ মানুষকে আলাদা করে কোন আবেদন করতে হবে না। 

  • নতুন প্যান কার্ডের জন্য কোথাও আবেদন করার প্রয়োজন নেই,
  • এই প্যান কার্ড পাওয়ার জন্য কোনরকম ফি প্রদান করতে হবে না, 
  • দেশের ৭৮ কোটি প্যান কার্ডধারী উপভোক্তাদের কাছে সরাসরি সরকার এই নতুন প্যান কার্ড পাঠিয়ে দেবে।

আরো পড়ুন :- রফতানিতে রেকর্ড গড়ল ভারত ! সফল মোদী সরকার

অনেকের মনেই প্রশ্ন থাকছে তাহলে কি পুরনো প্যান কার্ড বাতিল হবে? উত্তর, না। পুরনো প্যান নম্বর অপরিবর্তিত থাকবে এবং নতুন কার্ড পাওয়ার আগে পর্যন্ত পুরনো প্যান কার্ডে সমস্ত কাজ চালিয়ে যেতে পারবেন। সরকার স্পষ্টভাবে জানিয়েছে নতুন প্যান কার্ডের জন্য আবেদন বা অর্থ প্রদান করার কোন প্রয়োজন নেই। সরকার স্বয়ংক্রিয়ভাবেই আপনার ঠিকানায় স্পিড পোস্টের মাধ্যমে এই নতুন প্যান কার্ড পাঠিয়ে দেবে।

এই নতুন প্যান কার্ড দেশের কর ব্যবস্থাকে আরো সহজ এবং সুরক্ষিত করে তুলবে। তাই করদাতাদের উদ্বিগ্ন হওয়ার কোন কারণ নেই। সরকার থেকে আসে নির্দেশিকা অনুযায়ী আপনার নতুন প্যান কার্ড ব্যবহার করতে প্রস্তুত থাকুন এবং এই নিয়ে কোন ঝামেলা ভোগ করতে হবে না।

আরো পড়ুন:এবার মহাসমুদ্রে ডুব দিয়ে এলিয়েন খুঁজবে নাসা, কিভাবে? জানতে হলে পড়ুন

আরো পড়ুন :- NIT দুর্গাপুরে কর্মী নিয়োগ চলছে! সরাসরি ইন্টারভিউর মাধ্যমে, বেতন ২০,০০০/- টাকা

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- SBI থেকে LPG, OTP! ১ ডিসেম্বর থেকে বদলে যাচ্ছে ৪ নিয়ম

আরো পড়ুন :- রাহানে, আইয়ার বা রিঙ্কু সিং! নিজেকে KKR-র অধিনায়ক ঘোষণা করলেন ‘তারকা’

আরো পড়ুন :- বীরভূমের কোর কমিটির চেয়ারম্যান তিনিই, কালীঘাটের বৈঠকের পরেই ঘোষণা অনুব্রতর

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন