সিপিএমের হাত থেকে সমবায় ছিনিয়ে নিল BJP !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bjp

Bangla News Dunia , পল্লব : পূর্ব মেদিনীপুরে আরও একটি সমবায় দখল করল বিজেপি। গতকাল নন্দীগ্রামের মহম্মদপুর সমবায় সমিতি দখল করে গেরুয়া শিবির। এই জেলায় বিজেপির আবার জয়জয়কার। এগরা কাপাসদা সমবায় সমিতিতে ৫১টি আসনেই বিনা প্রতিদ্বন্দিতায় জয়ী হলেন পদ্ম শিবিরের অনুগামীরা।

আরো পড়ুন :- বাংলাদেশকে ঋণ পরিশোধ করতে চাপ দিচ্ছে চিন, বিশবাঁও জলে বাংলাদেশের একাধিক প্রকল্প

তৃণমূলের কাঁথি সাংগঠনিক জেলার চেয়ারম্যান তরুণ মাইতির বিধানসভা কেন্দ্রে এই জয় পদ্ম শিবিরের দিকেই মানুষের আস্থা হিসেবে দেখছে বিজেপি নেতৃত্ব। এতদিন এই সমবায় সমিতি বামেদের দখলে ছিল। এবার বামেদের হাত থেকে এই সমবায়ের ৫১টি আসনে পদ্ম শিবিরের অনুগামীদের দখলে গেল। সোমবার সকাল ১০টায় সকলের হাতে জয়ী শংসাপত্র তুলে দেওয়া হয়।

স্থানীয় বিজেপি নেতা তন্ময় হাজরা বলেন, “এতদিন এই কাপাসদা সমবায় বামেদের দখলে ছিল। এবার সর্বসম্মতিতে ৫১টি আসনেই আমরা বিনা প্রতিদ্বন্দিতায় জয় লাভ করেছি।” যদিও এই নিয়ে বাম ও তৃণমূলের এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। #Short News

আরো পড়ুন :- এবার পাক ক্রিকেটারদের জন্য ফতোয়া জারি করলো পাক বোর্ড !

আরো পড়ুন :- ‘গদ্দার হঠাও, ভাঙড় বাঁচাও’, সায়নী ঘোষের নিশানায় বাহুবলী তৃণমুল নেতা !

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

 

 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন