হ্যাকারদের ‘দিন শেষ’, সরকারি প্রকল্পের অর্থ সুরক্ষিত রাখতে বড় পদক্ষেপ মমতার

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

mamata

Bangla News Dunia , Rajib : পড়ুয়াদের জন্য দেওয়া ট্যাবের টাকা সাইবার অপরাধীদের হাতানোর ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। বাংলার একাধিক জেলার বহু স্কুলের অভিযোগ, পড়ুয়াদের বদলে অন্য অ্যাকাউন্টে গিয়েছে রাজ্যের দেওয়া ট্যাব কেনার টাকা। এই পরিস্থিতিতে সরকারি কোনও প্রকল্পের টাকা সুরক্ষিতভাবে যাতে উপভোক্তাদের অ্যাকাউন্টেই যায় তা নিশ্চিত করার জন্য পদক্ষেপ করতে চলেছে রাজ্য। বৃহস্পতিবার এই কথা বিধানসভায় জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এ দিন বলেন, ‘মানুষের জন্য বরাদ্দ অর্থের যাতে কোনওভাবেই অপব্যবহার না হয়, তা আমরা নিশ্চিত করতে চাই।’

আরো পড়ুন :- বন্দে ভারত ট্রেন বিশেষ ভাবে তৈরি করা হচ্ছে এই রাজ্যে চালানোর জন্য

রাজ্য সরকারের ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পে একাদশ এবং দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ট্যাব কেনার জন্য শিক্ষা দপ্তর এককালীন ১০ হাজার টাকা করে দেয়। কিন্তু সম্প্রতি রাজ্যের বিভিন্ন জেলার স্কুলগুলির থেকে অভিযোগ ওঠে ট্যাবের টাকা পড়ুয়াদের পরিবর্তে অন্য অ্যাকাউন্টে চলে যাচ্ছে। একাধিক জেলা থেকে ওঠে এই অভিযোগ। তদন্তে নেমে ‘সাইবার হানা’-র বিষয়টি নজরে আসে তদন্তকারীদের। প্রযুক্তিকে ব্যবহার করে সরকারি প্রকল্পের টাকা অন্য অ্যাকাউন্টে পাঠানোর তথ্য নজরে আসে তদন্তকারীদের। ইতিমধ্যেই এই ঘটনায় একাধিকজন গ্রেপ্তার হয়েছে।

স্বাভাবিকভাবেই সরকারি প্রকল্পের টাকা সাইবার অপরাধের মাধ্যমে গায়েব হওয়ার ঘটনায় অস্বস্তিতে পড়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন, এই ঘটনায় তাঁর প্রশাসন কড়া পদক্ষেপ করবে। কাউকে রেয়াত করা হবে না। যাঁরা ট্যাবের টাকা পাননি তাঁদের টাকা দেওয়া হবে বলেও আশ্বাস দেওয়া হয়।

#END

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- SBI থেকে LPG, OTP! ১ ডিসেম্বর থেকে বদলে যাচ্ছে ৪ নিয়ম

আরো পড়ুন :- রাহানে, আইয়ার বা রিঙ্কু সিং! নিজেকে KKR-র অধিনায়ক ঘোষণা করলেন ‘তারকা’

আরো পড়ুন :- বীরভূমের কোর কমিটির চেয়ারম্যান তিনিই, কালীঘাটের বৈঠকের পরেই ঘোষণা অনুব্রতর

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন