২৭ কোটি পন্থ, শ্রেয়স পেলেন ২৬.৭৫ কোটি! IPL-র মেগা অকশনে কাকে দলে নিল KKR?

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

kkr

Bangla News Dunia , Rajib : ৫৭৭ জন ক্রিকেটারকেকে নিয়ে শুরু হয়েছে এবারের IPL-র মেগা নিলাম (IPl Mega Auction Live)। আজ ২৪ ও আগামীকাল ২৫ তারিখ দুই দিন ধরে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হচ্ছে এ বছরের নিলাম। ইতিমধ্যে অনেক ক্রিকেটারই নতুন দল পেয়ে গিয়েছে। দেখুন কোন ক্রিকেটার কোন দলে গেল।

ডেভিড মিলার

সাউথ আফ্রিকান বিধ্বংসী ব্যাটার ডেভিড মিলারকে ৭.৫০ কোটি টাকায় নিজেদের দলে নিয়েছে লখনউ সুপার জায়ান্টস। মহম্মদ শামির বেস প্রাইস ছিল ২ কোটি। কলকাতা নাইট রাইডার্স তাঁকে কেনার জন্য ঝাঁপালেও শেষমেশ ১০ কোটি টাকায় শামিকে কিনে নেয় হায়দরাবাদ।

ঋষভ পন্থ

২ কোটি টাকা বেস প্রাইস ছিল ঋষভ পন্থের। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর ১১.২৫ কোটি অবধি ডাক তুলেছিল। ২০ কোটি ৭৫ লক্ষ অবধি ডাক তোলে লখনউ সুপার জায়ান্টস। দিল্লি ক্যাপিটলস পন্থের জন্য RTM ব্যবহার করার সিদ্ধান্ত নেয়। শেষমেশ ২৭ কোটি টাকা দিয়ে পন্থকে নিজেদের দলে নেয় লখনউ।

মিচেল স্টার্ক

মিচেল স্টার্কের জন্য ডাক তোলে KKR ও মুম্বই। ৬ কোটি পর্যন্ত ডাক তুলে হার মানে মুম্বই। ১০ কোটি ২৫ লাখে হাল ছাড়ে KKR-ও। শেষে ১১.৭৫ কোটিতে স্টার্ককে দলে টেনে নেয় দিল্লি। উল্লেখ্য, গতবারের সবথেকে দামি প্লেয়ার ছিলেন মিচেল স্টার্ক। তাঁকে ২৪.৭৫ কোটি দিয়ে কিনেছিল KKR। এবার তাঁর অর্ধেক দামও পেলেন না তিনি।

আরো পড়ুন:- ২১৩ কোটি জরিমানা, ৫ বছর ব্যান! ভারতে বড় ধাক্কা খেল Meta

শ্রেয়স আইয়ার

২ কোটির বেস প্রাইস দিয়ে শ্রেয়স আইয়ারের দর হাঁকানো শুরু হয়। KKR ১০ কোটি অবধি দর তুলে হাল ছেড়ে দেয়। শেষমেশ পঞ্জাব সুপার কিংস তাঁকে ২৬.৭৫ কোটি টাকায় নিজেদের দলে নেয়। KKR ছাড়ায় ক্ষতির বদলে উল্টে লক্ষ্মীলাভই হল শ্রেয়সের।

কাগিসো রাবাদা

সাউথ আফ্রিকান পেসার কাগিসো রাবাদার বেস প্রাইস ছিল ২ কোটি। তাঁকে দলে নেওয়ার জন্য RCB ও গুজরাট টাইটান্স দর হাঁকায়। এরপর মুম্বইও সেই লড়াইয়ে অংশ নেয়। শেষমেশ গুজরাট দল ১০ কোটি ৭৫ লাখ টাকায় রাবাদাকে নিজেদের করে নেয়।

জস বাটলার

ইংল্যান্ডের তারকা প্লেয়ার জস বাটলারের বেস প্রাইস ২ কোটি ছিল। তাঁকে নেওয়ার জন্য রাজস্থান রয়্যালস উঠেপড়ে লাগলেও ৯ কোটি ৫০ লক্ষ পর্যন্ত দর তুলে হাল ছেড়ে দেয় তাঁরা। পঞ্জাব কিংস বাটলারের জন্য ১৩.৫০ কোটি অবধি দর তোলে। শেষমেশ ১৫.৭৫ লক্ষ টাকায় গুজরাট টাইটান্স বাটলারকে নিজেদের করে নেয়।

আরো পড়ুন:- ২৯০০ কোটি টাকা বরাদ্দ নবান্নর, উপকৃত হবেন ১ কোটি ৭ লক্ষ মানুষ, বড় প্রকল্প রাজ্য সরকারের

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- মণিপুর সংকটের অবসানে চাই হস্তক্ষেপ, রাষ্ট্রপতিকে চিঠি খাড়গের

আরো পড়ুন :- সরল বাধা, পার্পল লাইনে দুরন্ত গতিতে হবে মেট্রোর কাজ! জোকা-বিবাদী বাগ রুট নিয়ে সুখবর

আরো পড়ুন :- বন্দে ভারতের খাবারে পোকা! অভিযোগ উঠতেই ক্যাটারিং সংস্থাকে ৫০ হাজার ফাইন রেলের

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন