৬৯ হাজার কোটির চাল, গম গায়েব! রেশন নিয়ে প্রকাশ্যে বিস্ফোরক তথ্য

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

ration

Bangla News Dunia , Rajib : রেশন বন্টন ব্যবস্থা (Rationing) নিয়ে কেলেঙ্কারি যেন শেষ হওয়ার নামই নিচ্ছে না। আবারো একবার দেশজুড়ে কয়েক হাজার কোটি টাকার খাদ্য সামগ্রী গায়েব হওয়ার অভিযোগ উঠল। আর স্বাভাবিকভাবেই এহেন ঘটনাকে কেন্দ্র করে প্রবল চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সর্বত্রই। জানলে হয়তো আকাশ থেকে পড়বেন, নয় নয় করে ৬৯ হাজার কোটি টাকার গরমিল ধরা পড়েছে এই রেশনিং ব্যবস্থায়। হ্যাঁ ঠিকই শুনেছেন। এই বিষয়ে একটি রিপোর্ট প্রকাশ্যে উঠে এসেছে। আর এই রিপোর্টই কিনা সর্বত্র আলোড়ন ফেলে দিয়েছে।

রিপোর্টে চাঞ্চল্য

এক রিপোর্ট অনুযায়ী, পিডিএসের মাধ্যমে ২৮ শতাংশ খাদ্যশস্য অভাবী দরিদ্রদের কাছে পৌঁছচ্ছে না। প্রতি বছর প্রায় ৬৯ হাজার কোটি টাকার খাদ্যশস্য গরিবদের পরিবর্তে ভুল জায়গায় চলে যায়। ইন্ডিয়ান কাউন্সিল ফর রিসার্চ অন ইন্টারন্যাশনাল ইকোনমিক রিলেশনস (ICRIER) তাদের রিপোর্টে এ তথ্য জানিয়েছে। রিপোর্টে বলা হয়েছে, ৮১ কোটি ৪০ লাখ মানুষকে বিনামূল্যে বা সস্তায় শস্য দেওয়ার জন্য সরকার প্রতি বছর চাল ও গম সংগ্রহ করে। কিন্তু এর একটি বড় অংশ, ২০ মিলিয়ন টন হয় খোলাবাজারে বিক্রি হয় বা অন্য দেশে রফতানি হয়। অধ্যাপক অশোক গুলাটি, রায়া দাস এবং আইসিআরআইইআর-এর ইনফোসিস চেয়ার রঞ্জনা রায় এই রিপোর্ট তৈরিতে অবদান রেখেছেন।

৬৯ হাজার কোটি টাকার গরমিল!

রিপোর্টে বলা হয়েছে, ২০১১-১২ সালে ৪৬ শতাংশ খাদ্যশস্য নষ্ট হয়েছে। একই সময়ে, এই চিত্রটি এখন ২৮% এ নেমে এসেছে। তারপরও চিন্তার বিষয় হলো, বিনামূল্যে বা সস্তায় উৎপাদিত খাদ্যশস্যের একটি বড় অংশ অভাবীদের কাছে পৌঁছায় না। ২০১৬ সালে রেশন দোকানগুলিতে পয়েন্ট অফ সেল (PoS) মেশিন বসানো হয়। এর ফলে খাদ্যশস্যের চুরি কমেছে। তবে সমস্যা এখনও পুরোপুরি কাটেনি।

আরো পড়ুন :- ভারত এবং চিনের সম্পর্কে নতুন মোড় ! জানুন আসল সত্য

ইন্ডিয়ান কাউন্সিল ফর রিসার্চ অন ইন্টারন্যাশনাল ইকোনমিক রিলেশনসের মতে, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড এবং গুজরাটের মতো রাজ্যগুলি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ। একই সময়ে, উত্তর-পূর্বের রাজ্যগুলিতে ডিজিটাল ব্যবস্থা না থাকায় এই সমস্যা অত্যন্ত গুরুতর। অন্যদিকে বিহার ও পশ্চিমবঙ্গের মতো রাজ্যগুলি এক্ষেত্রে যথেষ্ট উন্নতি দেখিয়েছে। ২০১১-১২ সালে বিহারে ৬৮.৭ শতাংশ খাদ্যশস্য চুরি হয়েছে। একই সময়ে ২০২২-২৩ সালে তা কমে দাঁড়িয়েছে ১৯.২ শতাংশে। একইভাবে পশ্চিমবঙ্গে এই হার ৬৯.৪ শতাংশ থেকে কমে হয়েছে ৯ শতাংশ। তবে সামগ্রিকভাবে উত্তরপ্রদেশে খাদ্যশস্য চুরির হার সবচেয়ে বেশি, ৩৩ শতাংশ। হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং মহারাষ্ট্রেও এই সমস্যা প্রকট।

আরো পড়ুন :- রফতানিতে রেকর্ড গড়ল ভারত ! সফল মোদী সরকার

আরো পড়ুন:এবার মহাসমুদ্রে ডুব দিয়ে এলিয়েন খুঁজবে নাসা, কিভাবে? জানতে হলে পড়ুন

আরো পড়ুন :- NIT দুর্গাপুরে কর্মী নিয়োগ চলছে! সরাসরি ইন্টারভিউর মাধ্যমে, বেতন ২০,০০০/- টাকা

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- SBI থেকে LPG, OTP! ১ ডিসেম্বর থেকে বদলে যাচ্ছে ৪ নিয়ম

আরো পড়ুন :- রাহানে, আইয়ার বা রিঙ্কু সিং! নিজেকে KKR-র অধিনায়ক ঘোষণা করলেন ‘তারকা’

আরো পড়ুন :- বীরভূমের কোর কমিটির চেয়ারম্যান তিনিই, কালীঘাটের বৈঠকের পরেই ঘোষণা অনুব্রতর

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন