৯০ কিমি বেগে ঝড়, ঘূর্ণিঝড় ‘ফেঙ্গল’-র প্রভাব দক্ষিণবঙ্গে! জেলায় জেলায় বৃষ্টি, আবহাওয়ার খবর

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

cyclone-fengal-update

Bangla News Dunia , Rajib : আজ নভেম্বরের শেষ দিন। কাল থেকেই শুরু ডিসেম্বর। বিগত কয়েক দিন সর্বনিম্ন তাপমাত্রার পরিবর্তনের ফলে এক ধাক্কায় ২-৩ ডিগ্রি তাপমাত্রা কমে গিয়েছিল। যার ফলে শিরশিরানি ভাব অনুভূত হয়েছিল। কিন্তু শেষের দিকে এসে যেন শীতের ভাটা দেখা গেল। ফের সপ্তাহান্তে আবহাওয়ায় আমূল বদল দেখা গেল। মেঘলা আকাশ-বৃষ্টিতে শীতের রেশ কমিয়ে বাড়ল পারদ। তার অন্যতম কারণ হল বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড়। এর প্রত্যক্ষ প্রভাব না পড়লেও পরোক্ষ প্রভাব পড়তে চলেছে বঙ্গে।

ঘূর্ণিঝড় ফেঙ্গল আপডেট

মৌসম ভবনের তরফে জানান হয়েছে, আজ অর্থাৎ শনিবার সন্ধ্যেয় তামিলনাড়ু, পন্ডিচেরি, অন্ধ্রপ্রদেশের দক্ষিণ উপকূলে আঘাত হানতে পারে সাইক্লোন ফেঙ্গল। গত ৬ ঘণ্টায় ৭ কিমি প্রতি ঘণ্টায় উত্তর থেকে উত্তর পশ্চিমে সরছে এই ঘূর্ণিঝড়ের গতিপথ। তবে ল্যান্ডফলের আগে একটি শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে সর্বোচ্চ ৯০ কিমি প্রতি ঘণ্টা বেগ হতে পারে এই ঘূর্ণিঝড়ের। ইতিমধ্যেই তামিলনাড়ু- অন্ধপ্রদেশের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় আবহাওয়া চরমতর পর্যায়ে পৌঁছতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। তাই গতকাল অর্থাৎ শুক্রবার থেকেই চেন্নাই, চেঙ্গলপাট্টু এবং কুড্ডালোরে স্কুল ও কলেজ বন্ধ হয়ে গিয়েছে। এদিকে এই ঝড়ের পরোক্ষ প্রভাব পড়বে বাংলার মাটিতে।

আরো পড়ুন :- ডিসেম্বরে একগাদা ছুটি, বন্ধ থাকবে স্কুল-কলেজ! চট করে দেখে নিন হলিডে লিস্ট

বৃষ্টিতে মজেছে দক্ষিণবঙ্গ

জানা গিয়েছে, আজ থেকে সোমবার পর্যন্ত আকাশ মেঘলাই থাকবে। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী চার জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে। বছর শেষে শীতের আমেজে খানিক ভাটা পড়তে চলেছে। তার কারণ আগামী ২ থেকে ৩ দিন সর্বনিম্ন তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি বাড়তে পারে। তাই নভেম্বরের শেষে এসে তাপমাত্রা আবার খানিক বেড়েছে। এছাড়াও আগামীকাল অর্থাৎ রবিবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা সহ পূর্ব পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরো পড়ুন :-  বিনিয়োগ সহ পেনশন নিয়ে সিদ্ধান্ত, আজই বড় মিটিং হতে চলেছে EPFO-র

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিকে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার আবহাওয়া শুষ্কই থাকবে আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত। কোথাও কোনও বৃষ্টির সম্ভাবনা নেই এর মধ্যে। তবে এর মধ্যে বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে সকালের দিকে। ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়নি।

আরো পড়ুন :- রফতানিতে রেকর্ড গড়ল ভারত ! সফল মোদী সরকার

আরো পড়ুন:এবার মহাসমুদ্রে ডুব দিয়ে এলিয়েন খুঁজবে নাসা, কিভাবে? জানতে হলে পড়ুন

আরো পড়ুন :- NIT দুর্গাপুরে কর্মী নিয়োগ চলছে! সরাসরি ইন্টারভিউর মাধ্যমে, বেতন ২০,০০০/- টাকা

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- SBI থেকে LPG, OTP! ১ ডিসেম্বর থেকে বদলে যাচ্ছে ৪ নিয়ম

আরো পড়ুন :- রাহানে, আইয়ার বা রিঙ্কু সিং! নিজেকে KKR-র অধিনায়ক ঘোষণা করলেন ‘তারকা’

আরো পড়ুন :- বীরভূমের কোর কমিটির চেয়ারম্যান তিনিই, কালীঘাটের বৈঠকের পরেই ঘোষণা অনুব্রতর

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন