Bangla News Dunia, বাপ্পাদিত্য:- জ্বর, মাথাব্যথা, বমিভাব—এমনই নানা উপসর্গ দেখা গিয়েছে আক্রান্তদের মধ্যে। ভর্তি হতে হয়েছে হাসপাতালে, তার পরে মৃত্যু। সোমবার পর্যন্ত এমনই উপসর্গ নিয়ে জম্মু-কাশ্মীরে মারা গিয়েছেন ১৭ জন। প্রত্যেকেই কাশ্মীরের একটি প্রত্যন্ত গ্রাম বাধাল-এর বাসিন্দা। এখনও পর্যন্ত ঠিক কোন রোগের কারণে মৃত্যু হচ্ছে বা বাকিরা আক্রান্ত হচ্ছেন, তা স্পষ্ট করতে পারেননি চিকিৎসকেরা।
২০২৪ সালের ডিসেম্বর থেকে এখনও পর্যন্ত ওই উপসর্গে ৩৮ জন আক্রান্ত হয়েছেন বলে সংবাদমাধ্যম সূত্রের খবর। এই ঘটনায় শনিবার একটি হাই লেভেল কমিটি তৈরির নির্দেশ দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার সেই দলটি কাশ্মীরের রাজৌরিতে পৌঁছয়। সেই দিনই মৃত্যু হয় এক জনের।
যে গ্রামে এই উপসর্গের ঘটনা সামনে এসেছে, মৃত্যুর ঘটনাও ঘটেছে, পাহাড় ঘেরা সেই বাধাল গ্রাম শহরের মূল কেন্দ্র থেকে অন্তত ৫৫ কিলোমিটার দূরে। কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা জানিয়েছেন, জম্মু ও কাশ্মীরের স্বাস্থ্য দপ্তর ও বাকি দপ্তর গুলি এই মৃত্যুর পিছনে থাকা আসল কারণ খুঁজে বের করার চেষ্টা করছে।
স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, ওই এলাকার এটি জলের উৎস থেকে নমুনা সংগ্রহ করা হয়েছিল। জলের উৎসের জায়গায় সবসময় নিরাপত্তারক্ষী রাখার ব্যবস্থা করা হয়েছে। রাজৌরির সরকারি মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল এ এস ভাটিয়া সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, যাঁরা মারা গিয়েছেন তাঁদের সকলেরই একটি উপসর্গে মিল ছিল। প্রত্যেকেরই মস্তিষ্ক প্রদাহ বা ইডিমা দেখা গিয়েছে। এ এস ভাটিয়া জানিয়েছেন, ব্রেন ড্যামেজের কারণ বুঝতে যে পরীক্ষা হয়েছে তাতে নিউরোটক্সিন পাওয়া গিয়েছে। ওই গ্রাম থেকে যে নমুনা পাওয়া গিয়েছে সেগুলো ন্যাশনাল সেন্টার ফর ডিজ়িজ কন্ট্রোল, পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে পরীক্ষা করা হয়েছে। সেখানে কোনও ব্যাকটেরিয়া বা ভাইরাসের হদিশ পাওয়া যায়নি। কিন্তু সেই নমুনায় নিউরোটক্সিন মিলেছে। প্রাকৃতিক ভাবে এবং কৃত্রিম ভাবে এই ধরনের বিষ পাওয়া যায়। নানা সাপ, বিছের বিষে নিউরোটক্সিন থাকে। কিছু ক্ষেত্রে ব্যাকটেরিয়া এবং কিছু কিছু গাছের বিষে নিউরোটক্সিন মেলে। কৃত্রিমভাবেও সার, রাসায়নিকে এই ধরনের বিষ থাকতে পারে। স্নায়ুতন্ত্রে আঘাত করে এই ধরনের বিষ। মস্তিষ্ক, মেরুদণ্ড এবং স্নায়ুকোষ ক্ষতিগ্রস্ত হয়ে থাকে।
আরও পড়ুন:– রহস্যের জট খুলতে কাশ্মীরের গ্রামে এবার কেন্দ্রীয় দল, জানতে বিস্তারিত পড়ুন
আরও পড়ুন:– কলকাতা CNCI ইনস্টিটিউটে কর্মী নিয়োগ চলছে! কিভাবে আবেদন করবেন দেখুন বিস্তারিত