Bangla News Dunia, Pallab : চিকেন (Chicken) খেতে ভালোবাসেন না এমন মানুষকে খুঁজে পাওয়া মুশকিল। অনেকেই আছেন যারা খাবার পাতে মাংস নে পেলে খেতে চান না। মুরগির কথা শুনলেই এক কথায় সিংহভাগ খাদ্যপ্রেমীর জিভে জল চলে আসে। কিন্তু আপনি যদি মুরগি প্রেমী হন, তাহলে এখনই সাবধান হয়ে যান, নইলে হতে পারে বড়সড় বিপদ। আর এই নিয়ে আচমকায় সতর্কবার্তা জারি করল কেন্দ্রীয় সরকার।
আরও পড়ুন : নিম গাছে মিষ্টি রস, হাঁড়ি–কড়াই নিয়ে ছুট হাঁড়িপুকুরে, জানতে বিস্তারিত পড়ুন
মুরগি নিয়ে সতর্কতা জারি কেন্দ্রের
এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন যে সরকার কী এমন সতর্কতা জারি করেছে? তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর। আসলে মুরগিদের মধ্যে এমন এক ভাইরাস ছড়িয়ে পড়েছে যা চিন্তা বাড়িয়েছে সরকারের। এদিকে বিভিন্ন রাজ্যে হু হু করে কমছে মুরগির মাংসের দাম। তবুও এখন মাংস খেতে ভয় পাচ্ছেন একের পর এক রাজ্যের মানুষ।
আরও পড়ুন : এখন লক্ষ্মীর ভান্ডারের আবেদন পত্রের স্ট্যাটাস জানা যাবে এক নিমেষেই, জেনে নিন পদ্ধতি
বিগত বেশ কিছু সময় ধরে অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা রাজ্যের মানুষ মুরগি খেতে ভয় পাচ্ছেন। শুধু তাই নয়, মহারাষ্ট্র এবং ছত্তিশগড় রাজ্যেও মুরগির মধ্যে একটি রহস্যময় ভাইরাস ছড়িয়ে পড়ছে। ইতিমধ্যেই নাকি কয়েক হাজার মুরগির মৃত্যু হয়েছে। ফলে এক অজানা আতঙ্কে ঠকঠক করে কাঁপছেন মানুষজন।
মৃত্যু হাজার হাজার মুরগির
এক রিপোর্ট অনুযায়ী, রবিবার তেলঙ্গানার কামারেড্ডি জেলার বাঁশওয়াড়া মণ্ডলের বোরলাম ক্যাম্প গ্রামে প্রচুর সংখ্যক মুরগি মারা গেছে। তিরমালাপুর এবং বীরকুর মন্ডলের চিনচোলি এবং কিস্তপুর পোল্ট্রি ফার্মগুলিতে ৬০০০ এরও বেশি বয়লার মুরগি মারা গেছে। এই ঘটনাগুলি পোল্ট্রি খাতে মারাত্মক প্রভাব ফেলতে পারে।
আরও পড়ুন : জিহ্বা দেখে সেরা হোমিওপ্যাথি ঔষধ !