‘অত্যন্ত দুঃখজনক’, মহাকুম্ভে পদপিষ্টের ঘটনায় জনস্বার্থ মামলা শুনলই না সুপ্রিম কোর্ট

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- মহাকুম্ভে পদপিষ্টের ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য করলো সুপ্রিম কোর্ট। তবে, একই সঙ্গে উত্তরপ্রদেশ সরকারের বিরুদ্ধে এই নিয়ে জনস্বার্থ মামলা গ্রহণ করতে অস্বীকার করেছে সুপ্রিম কোর্ট। ওই মামলা করতে চেয়ে আবেদন করেছিলেন বিশাল তিওয়ারি নামে এক আইনজীবী। ওই আইনজীবীকে এলাহাবাদ হাইকোর্টে আবেদন জানাতে পরামর্শ দিয়েছে সুপ্রিম কোর্ট।

গত ২৯ জানুয়ারি মহাকুম্ভে মৌনী অমাবস্যায় পুণ্যস্নান করতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৩০ জনের। ওই ঘটনায় আহত হন অন্তত ৬০ জন। এ নিয়ে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের সরকারের প্রশাসনের দিকে অভিযোগের আঙুল তুলেছিলেন বিরোধীরা। ওই ঘটনার কারণ খতিয়ে দেখার জন্য তিন সদস্যের বিচারবিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছে উত্তরপ্রদেশ প্রশাসন। বসন্ত পঞ্চমী-সহ অন্য স্নানের দিনগুলিতে সেখানে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করার নির্দেশও দিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন:– টাকা দিয়ে কি সুখ কেনা যায় ? কি বলছে সাম্প্রতিকতম গবেষণা ?

এই পরিস্থতিতেই মহাকুম্ভের অব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেন আইনজীবী বিশাল তিওয়ারি। সারা দেশ থেকে আসা তীর্থযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে গাইডলাইন দেওয়ার জন্য জনস্বার্থ মামলা করতে চেয়ে আবেদন করেন তিনি। কিন্তু এ দিন সুপ্রিম ওই মামলা নিতে রাজি হয়নি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তাঁকে  এলাহাবাদ হাইকোর্টে গিয়ে আবেদন জানানোর পরামর্শ দেন। পদপিষ্ট হওয়ার ঘটনাকে দুর্ভাগ্যজনক বলেও মন্তব্য করেন প্রধান বিচারপতি।

পদপিষ্টের তদন্তে ইতিমধ্যেই তিন সদস্যের বিচারবিভাগীয় কমিশন গঠন করা হয়েছে বলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চকে জানান উত্তরপ্রদেশ সরকারের পক্ষে সওয়াল করা আইনজীবী মুকুল রোহতাগি। একই ধরনের আবেদন উত্তরপ্রদেশের হাইকোর্টে করা হয়েছে বলেও জানান তিনি।

অন্য দিকে, এ দিনই মহাকুম্ভের পদপিষ্ট হওয়ার ঘটনা নিয়ে সংসদে আলোচনার দাবি জানান বিরোধী দলের সাংসদরা। লোকসভা এবং রাজ্যসভা দু’টি কক্ষেই এই দাবি জানান তাঁরা। শাসক দল আলোচনার দাবি নাকচ করে দিলে সংসদের দু’টি কক্ষেই হট্টগোল শুরু করেন বিরোধীরা। রাজ্যসভায় চেয়ারম্যান জগদীপ ধনখড় জানান, এ নিয়ে আলোচনা করা যাবে না।  তারপরেই প্রতিবাদ জানিয়ে রাজ্যসভার কক্ষ ত্যাগ করেন বিরোধীরা।

আরও পড়ুন:– রাজ্যে PM পোষন স্কিমের অধীনে চাকরি! মাসিক ১৮,০০০ টাকা বেতন, বিস্তারিত দেখে নিন

আরও পড়ুন:– প্রায় 63 বছর 8 বড় পরিবর্তনের সম্ভাবনা নতুন আয়কর বিলে । নতুন আইন সম্পর্কে জেনে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন