Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ২০২৪ সালের অক্টোবর থেকে ডিসেম্বর কোয়ার্টারে ব্যবসা ভালো হয়েছে। এই রিপোর্টে সামনে আসতেই শুক্রবার শেয়ার দর বাড়ল ইয়েস ব্যাঙ্কের। শুক্রবার বাজার খোলার পর ২.১৯ শতাংশ বেড়েছে ইয়েস ব্যাঙ্কের শেয়ার দর। এখন এই শেয়ারের দাম হয়েছে ২০ টাকা। আগামী দিনে সেই দাম কী আরও বাড়বে না কমবে?এই স্টক যদি কেনা থাকে তাহলে তা ধরে রাখবেন না বিক্রি করে দেবেন? এখন কী এই স্টক কেনা লাভজনক হতে পারে? জেনে নিন বিশেষজ্ঞরা কী জানাচ্ছেন?
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, শেষ কোয়ার্টারের উল্লেখযোগ্য রেজ়াল্টের কারণেই এই স্টকের দাম শুক্রবার বেড়েছে। তা দেখে এই স্টক কেনার আগ্রহ বেড়েছে লগ্নিকারীদের মধ্যে। বিশেষজ্ঞরা মনে করছেন, খুব শীঘ্রই ইয়ের ব্যাঙ্কের শেয়ার দর পৌঁছে যেতে পারে ২২ থেকে ২৪ টাকার মধ্যে। যদিও এই স্টকের স্টপ লস ১৯ টাকায় নির্ধারিত হয়েছে। এই স্টকে লগ্নি করতে চাইলে স্টপ লসের অঙ্কেও নজর রাখতে বলছেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুন:– জানুয়ারি মাসে অতিরিক্ত রেশন দেওয়ার ঘোষণা। কোন রেশন কার্ডে কত কিলো মাল পাবেন? দেখে নিন
এই স্টকের বিষয়ে বাজার বিশেষজ্ঞ সুমিত বাগাদিয়া বলেছেন, ‘টেকনিক্যাল চার্ট প্যাটার্নে ইয়েস ব্যাঙ্কের স্টক পজ়িটিভ রয়েছে। এই শেয়ারের দর শীঘ্রেই ২৪ টাকায় পৌঁছে যেতে পারে। তাই যাঁরা এই স্টক কিনেছেন তাঁরা স্টক ধরে রাখতে পারেন।’ এর পাশাপাশি নতুন লগ্নিকারীদেরও এই স্টক কিনতে পরামর্শ দিয়েছেন তিনি। বলেছেন, ‘ফ্রেস ইনভেস্টররা ইয়েস ব্যাঙ্কের শেয়ার শেয়ার কিনতে পারেন ২২-২৪ টাকার টার্গেট সেট করে। যদিও তাঁদেরও স্টপ লসের বিষয়টি মাথায় রাখতে হবে। কারণ কারেন্ট প্রাইসের সঙ্গে স্টপ লসের গ্যাপ কম।’
(বাংলা নিউস দুনিয়া অনলাইন কোথাও বিনিয়োগের জন্য পরামর্শ দেয় না। শেয়ার বাজার বা যে কোনও ক্ষেত্রে লগ্নি ও বিনিয়োগ ঝুঁকিসাপেক্ষ। তার আগে ঠিকমতো পড়াশোনা এবং বিশেষজ্ঞের পরামর্শ বাঞ্ছনীয়। এই খবরটি শিক্ষাসংক্রান্ত এবং সচেতন করার জন্য প্রকাশিত।)
আরও পড়ুন:– দেশের সেরা পাঁচটি Engineering College এর তালিকা। এখানে পড়াশোনা করে দুর্দান্ত কেরিয়ার তৈরি করা যায়
আরও পড়ুন:– উদ্ধার 967 শিশু ! ‘নানহে ফারিস্তে’ অভিযানে বিশেষ সাফল্য পূর্ব রেলের – NANHE FARISTEY
অগ্নিবীর নিয়োগ 2025 : বিভিন্ন পদের জন্য এখনই আবেদন করুনhttps://t.co/0CMmYG6hay
— The Global Press Bangla (@kaushik94544429) January 3, 2025
India Post GDS Recruitment 2025 : 65,200টি শূন্য পদের জন্য এখনই আবেদন করুনhttps://t.co/6NF7Xktxce
— The Global Press Bangla (@kaushik94544429) January 3, 2025
ITBP নিয়োগ 2025: মোটর মেকানিক শূন্যপদের জন্য এখনই আবেদন করুনhttps://t.co/dmqHraRemt
— The Global Press Bangla (@kaushik94544429) January 3, 2025