‘অন্য দেশ হলে মোহন ভাগবত গ্রেপ্তার হতো’, রাম মন্দির মন্তব্যে রাহুলের নিশানায় RSS প্রধান

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- রাম মন্দির উদ্বোধনের সঙ্গে দেশের স্বাধীনতাকে এক সূত্রে গেঁথেছিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। সেই মন্তব্যের প্রতিক্রিয়ায় ভাগবতকে নিশানা করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।

কংগ্রেসের নতুন সদর দপ্তর উদ্বোধনের দিন মোহন ভাগবতের মন্তব্যের প্রসঙ্গ তুলে আক্রমণ শানিয়েছেন রাহুল গান্ধী। সম্প্রতি আরএসএস প্রধান মোহন ভাগবত বলেছিলেন, অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের পরেই ভারত ‘আসল স্বাধীনতা’ পেয়েছে। এই মন্তব্যের প্রসঙ্গ তুলে রাহুল গান্ধীর দাবি, অন্য কোনও দেশ হলে এমন মন্তব্য করার জন্য মোহন ভাগবতকে গ্রেপ্তার করা হতো।

বুধবার দিল্লিতে কংগ্রেসের নতুন সদর দপ্তর উদ্বোধনের অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় রাহুল বলেন, ‘আরএসএস প্রধান বলেছেন ১৯৪৭ সালে ভারত স্বাধীনতা পায়নি। তিনি বলেছেন, অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠিত হওয়ার পরে ভারত স্বাধীনতা পেয়েছে। উনি বলেছেন সংবিধান আমাদের স্বাধীনতার চিহ্ন নয়।’ রাহুলের অভিযোগ, ‘মোহন ভাগবত যা বলেছেন তা আদতে দেশবিরোধী কাজ, কারণ তিনি সংবিধানকে অস্বীকার করেছেন। তিনি বলতে চেয়েছেন ব্রিটিশদের বিরুদ্ধে যে লড়াই করা হয়েছে তার কোনও দাম নেই।’ এর সঙ্গেই রাহুলের তোপ, ‘অন্য কোনও দেশ হলে ওঁকে গ্রেপ্তার করে মামলা হতো।’ মোহন ভাগবতের মন্তব্য প্রতিটি ভারতীয়র জন্য অপমানজনক বলেও তোপ দেগেছেন লোকসভার বিরোধী দলনেতা।

আরও পড়ুন:– ‘আইআইটি বাবা’ থেকে ‘রাবড়ি বাবা’, মহাকুম্ভে হইচই ফেলে দিয়েছেন এই বিচিত্র সাধুরা

কী বলেছিলেন মোহন ভাগবত?

সোমবার ইন্দোরে একটি অনুষ্ঠানে আরএসএস প্রধান বলেছেন, ‘অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠার দিনটিকে প্রতিষ্ঠা দ্বাদশী হিসেবে পালন করা উচিত কারণ ওইদিনই ভারত আসল স্বাধীনতা পেয়েছে। ১৯৪৭ সালের ১৫ অগাস্ট ভারত রাজনৈতিক ভাবে স্বাধীনতা পেয়েছিল। আমরা সংবিধানও এনেছিলাম। কিন্তু সংবিধান অনুসারে দেশ চলেনি।’

এ দিন বিজেপি-আরএসএসকে আক্রমণ করতে গিয়ে রাহুল বলেছেন, ‘আপনারা যদি ভাবেন, আমরা শুধু বিজেপি-আরএসএস-এর সঙ্গে লড়াই করছি, তাহলে আমরা ভুল করছেন। বিজেপি ও আরএসএস ভারতের সব প্রতিষ্ঠান দখল করেছে। আমরা এখন বিজেপি, আরএসএস-এর সঙ্গেই ভারত রাষ্ট্রের (Indian State) সঙ্গেও লড়াই করছি।’ রাহুলের এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছে বিজেপি। জেপি নাড্ডা তোগ দেগে বলেছেন, এই মন্তব্যে কংগ্রেসের আসল উদ্দেশ্য প্রকাশ পেয়েছে। ভারতকে দুর্বল করার জন্যই রাহুল এবং তাঁর সঙ্গীরা কাজ করেন বলে আক্রমণ নাড্ডার।

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন