‘অপরাধ’ পরকীয়া ! যুগলকে গাছে বেঁধে মার, দড়ি বেঁধে ঘোরানো হল গ্রাম

By Bangla News Dunia Dinesh

Published on:

women

Bangla News Dunia, দীনেশ : পরকীয়া সম্পর্কের অভিযোগে এক মহিলা এবং এক পুরুষকে গাছে বেঁধে মারধর করা হল। তারপরে দড়ি বেঁধে তাঁদের ঘোরানো হল গ্রামের পথে। এমন অভিযোগ উঠেছে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানা এলাকায়। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই ৬ জনকে গ্রেপ্তার করেছে হরিহরপাড়া থানার পুলিশ। শনিবার ধৃতদের বহরমপুর আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রের খবর, সম্প্রতি হরিহরপাড়া থানার কেদারতলা এলাকার বাসিন্দা বছর ২৫-এর এক মহিলার সঙ্গে ওই এলাকার লালনগর-হুমাইপুর গ্রামের বাসিন্দা এক যুবকের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মহিলার স্বামী বর্তমানে কর্মসূত্রে ভিন রাজ্যে রয়েছেন। দম্পতির একটি নাবালক সন্তানও রয়েছে বলে জানা গিয়েছে। গত বেশ কয়েক মাস ধরে ওই যুবক প্রায়ই মহিলার বাড়িতে রাতের অন্ধকারে গাড়ি নিয়ে আসতেন এবং তাঁকে সঙ্গে নিয়ে অন্য কোথাও চলে যেতেন বলে গ্রামবাসীরা জানান। তবে ভোরের আলোর ফোটার আগেই যুবক মহিলাকে বাড়িতে নামিয়ে দিয়ে যেতেন বলেই জানান গ্রামবাসীরা।

আরো পড়ুন :- ২টো কম্পিউটার আর দুজনের টিম, মাসে মাসে ঘরে বসে আয় ১.৫ লক্ষ টাকা ! একদম নতুন ব্যবসা

বৃহস্পতিবার রাতে ওই যুবক ফের মহিলার বাড়িতে নিজের গাড়ি নিয়ে হাজির হয় এবং দুজনে একসঙ্গে বেরিয়ে পড়েন।  রাত বারোটার পর ওই যুবক যখন মহিলাকে বাড়িতে পৌঁছে দিতে আসেন সেই সময় গ্রামের কিছু বাসিন্দা দুজনকে আটক করেন। গ্রামবাসীদের দাবি, তাঁদের বিভিন্ন প্রশ্নের মুখে পড়ে ওই যুগল কোথায় গিয়েছিলেন এবং রোজ তাঁরা কী করেন তার সদুত্তর দিতে পারেননি। এরপরই গ্রামের ‘পরিবেশ’ নষ্ট হচ্ছে এই অভিযোগ তুলে স্থানীয় কিছু বাসিন্দা ওই  যুগলকে দড়ি দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখে।

আরো পড়ুন :- সাংবাদিকের সঙ্গে প্রেমে মজে মেসি? মুখ খুললেন মার্তিনেজ়

স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে, অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ার ‘অপরাধে’ শুক্রবার ওই যুগলকে দড়ি দিয়ে বেঁধে গ্রামের পথেও ঘোরানো হয়। পরে গ্রামে যখন এই নিয়ে সালিশি সভা বসে সেই সময় গোপন সূত্রে সেই খবর পেয়ে পুলিশ গিয়ে ৬ জনকে আটক করে থানায় নিয়ে যায়। হরিহরপাড়া থানা সূত্রে জানা গিয়েছে, ওই যুবক-যুবতীকে মারধর করা এবং দড়ি বেঁধে প্রকাশ্যে ঘোরানোর ঘটনায় কয়েকজনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে। তার ভিত্তিতেই গ্রেপ্তার করা হয়েছে ৬ জনকে।

আরো পড়ুন :- বরফে ঢাকা গ্রিনল্যান্ড কিনতে কেন এত মরিয়া হয়ে উঠেছেন ট্রাম্প? জানতে পড়ুন বিস্তারিত

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন