অপহরণ করে খুন ! উত্তপ্ত মণিপুরে উদ্ধার এক মহিলা ও দুই শিশুর দেহ

By Bangla news dunia Desk

Published on:

 

Bangla News Dunia, দীনেশ :- নতুন করে ফের উত্তপ্ত হয়ে উঠেছে মণিপুর (Manipur)। জিরিবামে  (Jiribam) তিনজনের দেহ মিলল নদীতে। মৃতদের মধ্যে এক মহিলা ও দুই শিশু রয়েছে। জানা যাচ্ছে, তিনজন মহিলা ও তিনজন শিশুকে গত সোমবার অপহরণ করা হয়েছিল। নিহত তিনজন ওই অপহৃতদের মধ্যে কিনা তা এখনও জানা যায়নি। মহিলা ও শিশুদের অপহরণে অভিযুক্ত কুকিরা (Kuki)।

আরো পড়ুন :- কেমন হবে ট্রাম্প-মোদীর রসায়ন ? জানালেন জয়শঙ্কর

জিরিমুখের একটি নদীর কাছে এক মহিলা এবং দুই শিশুর দেহ উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। রাতে দেহ পাঠানো হয় শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে। মেইতেইদের দাবি, সশস্ত্র কুকিবাহিনী ত্রাণশিবির থেকে ৬ জনকে অপহরণ করেছিল। তাঁদের মধ্যে ছিলেন নিহত এই তিনজন।

আরো পড়ুন :- মাত্র ৫ বছরেই কোটিপতি, ২ টাকার এই শেয়ারে রিটার্ন ৬৩১৬২%। বিনিয়োগ করার আগে জেনে নিন

আরো পড়ুন :- দিল্লির ‘খান চকে’র নাম বদলে দিল মোদী সরকার ! জানুন কি হল নতুন নাম ?

প্রসঙ্গত, নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে মণিপুর। জানা গিয়েছে, জিরিবামে মেইতেই সশস্ত্র গোষ্ঠী আরাম্বাই টেঙ্গল এবং ইউএনএলএফের যৌথ হামলায় মার জনজাতির এক মহিলা নিহত হন। অভিযোগ, ওই ঘটনার জবাবে মার-কুকি বাহিনী মেইতেইদের বেশ কিছু বাড়িঘর, দোকান জ্বালিয়ে দেয়। পুড়িয়ে মারা হয় দু’জন মেইতেই গ্রামবাসীকে। হামলা হয় থানায়। পাশাপাশি, কেন্দ্রীয় বাহিনী সিআরপিএফের শিবিরেও হামলা চালানো হয়। গত ১১ নভেম্বরের ওই ঘটনায় সিআরপিএফ পালটা গুলি চালালে ১০ জন সশস্ত্র হামলাকারী নিহত হন। সংঘাতের এই আবহে শনিবার জিরিবামের পাহাড়-জঙ্গলে তল্লাশি অভিযান চালিয়ে প্রচুর গোলাবারুদ ও আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ ও আধাসেনার দল।

আরো পড়ুন :- পাহাড়ে কর্মসংস্থানে জোর, ৪টি ‘স্কিল ডেভেলপমেন্ট সেন্টার’ গড়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর

আরো পড়ুন:- ভূমিকম্পে বাঁচতে পারে কোটি কোটি প্রাণ? ISRO মহাকাশে পাঠাচ্ছে সবচেয়ে পাওয়াফুল স্যাটেলাইট

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- কয়েকশ কোটি ব্যয়ে তৈরি হচ্ছে ভারতের প্রথম ডেডিকেটেড লাইন, ২৩০ কিমি বেগে ছুটবে ট্রেন

আরো পড়ুন :- আবাস, ১০০ দিনের পর এ বার সর্বশিক্ষা মিশনের টাকাও বন্ধ, কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ রাজ্যের

আরো পড়ুন :- রোজ ঝগড়া হয়? সম্পর্ককে ভালো রাখুন ‘৫ সেকেন্ড রুল’ মেনে

 

Bangla news dunia Desk

মন্তব্য করুন