Bangla News Dunia, বাপ্পাদিত্য:- অবশেষে দেখা মিলল জ়িনাতের। বাঁকুড়ার রানিবাঁধের কাছে গোঁসাইডিহিতে বাঘিনিকে দেখা যেতেই ঘুমপাড়ানি গুলি ছোড়া হয়। বন দপ্তরের কর্মীরা ঘুমপাড়ানি গুলি ছোড়েন। তবে গুলিটি বাঘিনির গায়ে লাগেনি বলে জানা গিয়েছে।
কিছুক্ষণের মধ্যে এই বিষয়ে নিশ্চিত কোনও আপডেট দেওয়া যাবে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্য বনপাল এস কুলান্ডাইভাল। শনিবারই জানা যায়, বাঘিনি জ়িনাত অবস্থান করছে বাঁকুড়ার জঙ্গলে। তার গলায় থাকা রেডিয়ো কলারে পাওয়া সিগন্যালের তথ্য অন্তত তেমনই বলছে।
তড়িঘড়ি তাকে বাগে আনার জন্য সেখানে পৌঁছে যান বন দপ্তরের কর্মীরা। ঘুমপাড়ানি গুলি ছুড়ে জ়িনাতকে ধরার আপ্রাণ চেষ্টা করেন তাঁরা। একটি গুলি ছোড়াও হয়। তবে সেই গুলি জ়িনাতের গায়ে লাগেনি বলে জানা গিয়েছে। বূন দপ্তর সূত্রের খবর, জ়িনাতের দিকে ঘুমপাড়ানি গুলি ছোড়া হলেও মিনিট দশেক পরে তাকে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে। ফলে ঘুমপাড়ানি গুলি কতটা কাজ করেছে তা নিয়ে প্রশ্ন রয়েছে।
আরো পড়ুন:– BMW না চড়ে মারুতি ৮০০, মধ্যরাতের ফোন কলে ‘অ্যাকসিডেন্টাল এফএম’, জানুন অজানা-অচেনা মনমোহনকে
উল্লেখ্য, গত ২৪ নভেম্বর সিমলিপাল টাইগার রিজ়ার্ভে মুক্ত জঙ্গলে ছাড়া হয়েছিল জ়িনাতকে। কিন্তু সেখানে মন টেকাতে পারেনি জ়িনাত। গত মঙ্গলবার ঝাড়খণ্ডের চাকুলিয়ার জঙ্গল এলাকায় পৌঁছয় সে। এরপর ঝাড়খণ্ড থেকে পুরুলিয়া হয়ে সে বাঁকুড়ায় পৌঁছয়। পথে একাধিকবার তাকে বিভিন্ন টোপ দেওয়ার চেষ্টা করেছিলেন বন দপ্তরের কর্মীরা। কিন্তু কোনও কিছুই জ়িনাতকে খাঁচা বন্দি করতে পারেনি।
বনদপ্তরের কর্মীদের অন্যতম ভরসা ছিল ঘুম পাড়ানি গুলি। কিন্তু এ বারও সেই গুলি গায়ে লাগেনি জ়িনাতের, জানা গিয়েছে এমনটাই। উল্লেখ্য, জ়িনাত যে এলাকায় অবস্থান করছে তার আশেপাশের গ্রামের বাসিন্দাদের সচেতন করা হয়েছে ইতিমধ্যেই। সেখানে ক্রমাগত নজরদারি চালাচ্ছেন বন দপ্তরের আধিকারিকরা।