Bangla News Dunia, বাপ্পাদিত্য:- রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা (WB DA Case) নিয়ে যেন টালবাহানার শেষ নেই। এই মামলা নিয়ে ক্রমাগত চলছে জটিলতা। আর প্রতীক্ষার প্রহর কাটছে রাজ্য সরকারি কর্মীদের। ইতিমধ্যে নতুন বছর শুরু হয়েছে। রাজ্য সরকারি কর্মীরা আশায় ছিলেন, হয়তো বছরের শেষ পর্বে আগের বারের মতো ডিএ ঘোষণা করবে রাজ্য সরকার। কিন্তু বাস্তবে তা হয়নি। আর সেই কারণে সরকারি কর্মীদের কাছে এখন আদালতই প্রধান ভরসা।
West Bengal DA Case Update
রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলার জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। এর আগে উচ্চ আদালতে উঠেছিল মামলা। কিন্তু বাস্তবে দেখা যায়, মামলার গতিবিধি পরিবর্তন হয়েছে। তাই পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা এখন সুপ্রিম কোর্ট-এর দিকে তাকিয়ে রয়েছে। কারণ শীর্ষ আদালতে উঠেছে ডিএ মামলা। কিন্তু শেষমেষ মামলার ফল কোথায় দাঁড়ায়, তা নিয়ে ভাবনা চিন্তা চলছে। এর মধ্যে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলার আপডেট সামনে এল। যা জানার দরকার আপনাদের
সবার।
আরও পড়ুন:– তৃণমূল কাউন্সিলার খুনে দুই চক্রীর নাম-ছবি প্রকাশ পুলিশের, সন্ধান দিলেই ২ লক্ষ পুরস্কার
বাংলার সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির নামই নেই। তাই নতুন বছরে এই বিষয়ে সুপ্রিম কোর্টের রায়ের দেয় সেদিকে তাকিয়ে রাজ্য সরকারি কর্মীরা। তাঁরা বর্তমানে পঞ্চম বেতন কমিশনের অধীনে ডিএ (Dearness Allowance) পাচ্ছেন। মামলার শুনানি রয়েছে মঙ্গলবার। আদালতের তরফে এই খবর যে, আগামী ৭ জানুয়ারি সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি রয়েছে। এখন সংগ্রামী যৌথ মঞ্চ সেই শুনানিতে যোগ দেওয়ার জন্য আবেদন করবে কিনা তা নিয়ে নজর সবার। তবে এবার এই বিষয়ে প্রকাশ্যে বড় খবর, যা শুনলে নিঃসন্দেহে খুশি হবেন সকলে। মঙ্গলবার দিন DA মামলা কত নম্বরে উঠবে তা জানিয়ে দিল শীর্ষ আদালত।
ডিএ মামলার নতুন আপডেট জেনে নিন
আদালতের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার দিন রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা উঠবে বিচারপতি হৃষিকেশ রায় ও বিচারপতি এসভিএন ভাট্টির বেঞ্চে। মামলাটি রয়েছে ৪৫ নম্বরে। আর এ বিষয়ে শুক্রবার শীর্ষ আদালতের তরফে প্রকাশ করা হয় কজলিস্ট। সেই কজলিস্ট অনুযায়ী, চার নম্বর আদালতকক্ষে একেবারে শেষে রয়েছে DA মামলা। ওই দিন আদালতের কার্যক্রম শুরু হবে সকাল ১০ টা ৩০ মিনিট থেকে। তারপর ধাপে-ধাপে ডিএ মামলা ওঠার কথা আছে। সরকারি কর্মীরা সেই দিকে নজর রাখবেন। মামলার তারিখ ও নম্বর জানা গেলেও কখন থেকে ডিএ মামলার শুনানি শুরু হতে পারে, তা এখনই বলা সম্ভব নয়।
চ্চ আদালতে। সেখানে রাজ্য সরকারকে আদালত নির্দেশ দেয় তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে জন্য। তবে সে সময় জেতার পরও রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ কিন্তু পরিশোধ করা হয়নি। এর মধ্যে হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রিভিউ পিটিশন দাখিল করে রাজ্য সরকার, যদিও পরে তা খারিজ হয়ে যায়। আপাতত সকলে অপেক্ষায় আছেন আগামী ৭ জানুয়ারির জন্য। এই মামলার রায়ের উপর নির্ভর করে রয়েছে লাখ লাখ সরকারি কর্মীর ডিএ প্রাপ্তি। এখন দেখা যাক মামলার শুনানির পর কি সিদ্ধান্তে আসা হয়।
আরও পড়ুন:– গ্রামীণ এলাকায় দারিদ্রতার হার নেমেছে ৫ শতাংশের নীচে, এসবিআই-এর রিপোর্ট আর কি কি জানাচ্ছে ?
আরও পড়ুন:– রেজিস্ট্রি করে বিক্রি হয়ে গেল খোদ সরকারি জমি ! মালদার ঘটনায় তোলপাড়
রেলওয়ে আরআরবি গ্রুপ ডি নিয়োগ 202 5: 32,438টি শূন্যপদ, আবেদন করুনhttps://t.co/rgrAaYMhdT
— The Global Press Bangla (@kaushik94544429) January 4, 2025
পশ্চিমবঙ্গ চাকরির শূন্যপদ 2025 : সমস্ত WB চাকরির নিয়োগ আপডেট জানুনhttps://t.co/QDNLjfCNhF
— The Global Press Bangla (@kaushik94544429) January 4, 2025
SBI Clerk নিয়োগ 2025 : বিজ্ঞপ্তি বেরল, এখনই আবেদন করুনhttps://t.co/PIWUVuXIy7
— The Global Press Bangla (@kaushik94544429) January 4, 2025