Bangla News Dunia , Pallab : রাজ্যের হবু শিক্ষকদের জন্য সুখবর, খুব শীঘ্রই রাজ্যে কয়েক হাজার শূন্য পদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে। তাই সামনে বি এড চাকরিপ্রার্থীদের কাছে চাকরি পাওয়ার এক সুবর্ণ সুযোগ রয়েছে। এই সুযোগ একদম হাতছাড়া করতে না চাইলে বিএড চাকরি প্রার্থীরা যথাসময়ে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করুন। পশ্চিমবঙ্গে শেষ এসএসসির মাধ্যমে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে ২০১৬ সালে। তার পরবর্তীকালে দীর্ঘ আট বছর কেটে গেল নতুন শিক্ষক নিয়োগের কোন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। বহু বিএড চাকরিপ্রার্থী একটা এসএসসির আশায় পথ চেয়ে বসে রয়েছে, অথচ স্কুল সার্ভিস কমিশন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করছেন না।
আরো পড়ুন:- চুপিসারে সরকারি কর্মীদের ডিএ বাড়াল সরকার। ৯ লাখ সরকারি কর্মীর অ্যাকাউন্টে ঢুকবে কড়কড়ে নোট
সূচীপত্র :-
২০২২ সালে প্রায় ২১ হাজারের কাছাকাছি শূন্য পদে এসএসসির মাধ্যমে শিক্ষক নিয়োগের তোরজোড় শুরু হলেও পরবর্তীকালে তা বাস্তবায়িত হয়নি। এই নিয়ে শিক্ষামন্ত্রীর কাছে প্রশ্ন করলে তিনি জানান বর্তমানে এসএসসির মাধ্যমে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বেশ কয়েকটি বাধার সম্মুখীন হয়েছে। নিয়োগ দুর্নীতি মামলায় পূর্বের শিক্ষামন্ত্রী জেলে রয়েছেন। এই মামলাটি কলকাতা হাইকোর্ট পেরিয়ে বর্তমানে চলছে সুপ্রিম কোর্টে। এই সকল মামলার নিষ্পত্তি না ঘটা পর্যন্ত নতুন নিয়োগের বিজ্ঞপ্তি দিতে পারছেন না বলে দাবি অনেকের। এবার এই সকল মামলার থাকার পাশাপাশি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। এই নিয়োগ প্রক্রিয়াটির বিস্তারিত তথ্য নিয়ে আজকের প্রতিবেদন তুলে ধরা হলো। তাই আগ্রহী চাকরিপ্রার্থীরা প্রতিবেদনটি বিস্তারিত দেখুন।
পদের নাম
রাজ্য সরকারের তরফে একাধিক বিদ্যালয় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে মূলত শিক্ষক এবং সহকারী শিক্ষক পদে কর্মী নিয়োগ করা হবে। তাই দীর্ঘদিন যাবত শিক্ষক নিয়োগের প্রতীক্ষায় যারা বসে ছিলেন অবশেষে তাদের সেই স্বপ্ন পূরণ হতে চলেছে।
বর্তমানে রাজ্যে শিক্ষক নিয়োগের যে পরীক্ষা হতে চলেছে এখানে মোট শূন্য পদের সংখ্যা প্রায় ২৫০০ টি। রাজ্যের সকল চাকরিপ্রার্থী আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন। তবে ক্যাটাগরি অনুযায়ী শূন্য পদের সংখ্যায় ভিন্নতা রয়েছে।
আরো পড়ুন:- ব্রেন তীক্ষ্ণ রাখতে চান? এই ব্যায়ামগুলিতে স্মৃতিশক্তি প্রখর থাকবে- বুদ্ধি বাড়বে মস্তিষ্কের
আবেদন যোগ্যতা:
আবেদনকারী চাকরিপ্রার্থীদের অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন এবং পোস্ট গ্রাজুয়েট সম্পন্ন চাকরি প্রার্থীরা আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন। এছাড়াও আবেদন কারি চাকরি প্রার্থীদের স্নাতক এর পাশাপাশি কোন স্বীকৃত বোর্ড থেকে B.ed ডিগ্রি অর্জন করে থাকতে হবে।
আবেদন পদ্ধতি:
অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে। তার জন্য আবেদনকারীকে এর অফিসিয়াল ওয়েবসাইটের সাহায্য নিতে হবে। শিক্ষক নিয়োগের প্রাথমিক বিজ্ঞপ্তি প্রকাশিত হলেও অনলাইনে মাধ্যমে আবেদন প্রক্রিয়া এখনো শুরু হয়নি। আবেদন প্রক্রিয়া শুরু হলে আমরা আপনাদের জানিয়ে দেবো। #End