Bangla News Dunia, বাপ্পাদিত্য:- দীর্ঘদিন ধরে ডিএ (Dearness Allowance) বৃদ্ধির অপেক্ষায় ছিলেন রাজ্য সরকারি কর্মীরা। একটাই প্রশ্ন সকলের মনে ঘোরাফেরা করছিল। কবে বৃদ্ধি পাবে সরকারি কর্মীদের ডিএ? এদিকে, মুখে কুলুপ এঁটেছিল সরকার। একদিকে কেন্দ্র আর অন্যদিকে যখন অন্যান্য রাজ্যের সরকার মহার্ঘ ভাতা বৃদ্ধি করছিল তখন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা অপেক্ষায় ছিলেন সরকারের ঘোষনার। তবে এবার সামনে এলো গুরুত্বপূর্ণ খবর। সরকারি কর্মীদের ডিএ নিয়ে কি জানা যাচ্ছে?
WB Dearness Allowance Hike
রাজ্য সরকারি কর্মীরা দীর্ঘদিন ধরেই বকেয়া ডিএ দেওয়া ও ডিএ বৃদ্ধির দাবি তুলছিলেন। কিন্তু এই প্রসঙ্গে সরকার তরফে সেভাবে কিছু না জানানো হওয়ায় আশাহত হচ্ছিলেন বাংলার সরকারি কর্মী সকলেই। চলতি বছরের শেষ পর্বে আশা করা হচ্ছিল এবার হয়তো মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করবে সরকার। কিন্তু তা আর হল কই? রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ডিএ প্রসঙ্গে কোন কথাই উল্লেখ করেননি। এদিকে, ক্রমশ ধৈর্যের বাঁধ ভেঙেছে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের।
আদালতে চলছে মহার্ঘ ভাতার মামলা। মামলার শুনানি হওয়ার কথা খুব শীঘ্রই।
আরও পড়ুন:– পোস্ট অফিসের দুর্দান্ত স্কিম, 5 বছরের বিনিয়োগে সুদ 2,25,000 হাজার টাকা ! এই সুযোগ হাতছাড়া করবেন না
কিছুদিন আগেই কেন্দ্রীয় সরকার সরকারি কর্মী দের স্বার্থে ডিএ বৃদ্ধি করেছে। যার ফলে বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৫৩ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। আবার এও সম্ভাবনার কথা উঠে আসছে যে, চলতি বছরের শুরুর দিকে আবার হয়তো মহার্ঘ ভাতা বৃদ্ধি করবে সরকার। সেক্ষেত্রে কত শতাংশ মহার্ঘ ভাতা বাড়বে তাই নিয়ে চলছে আলাপ-আলোচনা। এরই মাঝে প্রকাশ্যে এলো গুরুত্বপূর্ণ খবর। তবে কতটা ডিএ বাড়ছে রাজ্য সরকারি কর্মীদের?
সরকারি কর্মীদের কত শতাংশ ডিএ বাড়ছে?
জানুয়ারি মাসের শুরুর দিকেই সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি হওয়ার কথা। কিন্তু এখনো পর্যন্ত রাজ্য সরকার কিছু জানায়নি বলে সরব হয়েছেন বাংলার সরকারি কর্মীরা। আর কবে বৃদ্ধি পাবে ডিএ? কবে মিলবে বকেয়া ভাতা? প্রশ্ন তুলছেন বাংলায় কর্মরত সরকারি কর্মীরা। আর সেই আবহে যে কথা শোনা যাচ্ছে, মার্চ বা এপ্রিল মাসে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের ব্যাঙ্কে ঢুকবে টাকা। আর শীঘ্রই ঘোষণা হবে ডিএ-র।
কেন্দ্রীয় সরকারি কর্মীরা বর্তমানে মহার্ঘ ভাতা পাচ্ছেন ৫৩ শতাংশ হারে। যে সম্ভাবনার কথা উঠে আসছে, ফেব্রুয়ারি মাসের শেষে ফের ৩ শতাংশ ডিএ বাড়বে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। যার ফলে এবার কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৫৬ শতাংশ হারে ডিএ পাবেন। অন্যান্য সকল রাজ্যের কর্মীদেরও মিলছে ডিএ। শোনা যাচ্ছে, বাংলার সরকারি কর্মীদের ডিএ বাড়তে পারে ৬ শতাংশ হারে। তবে ডিএ বৃদ্ধি কবে হবে তা কেবল সময়ের অপেক্ষা।
আরও পড়ুন:– দেশে ন্যায়তন্ত্র থাকলে সবার আগে মোদি-যোগীকে শাস্তি দেওয়া হত, কেন এই কথা বললেন পুরীর শঙ্করাচার্য ?
আরও পড়ুন:– ‘ব্যাঙ্কের অ্যাপে’ এ বার সাইবার হানা, আসল-নকল না বুঝলে বড় বিপদ শিয়রে…