অবশেষে AC লোকাল ট্রেন পাচ্ছে পূর্ব রেল ! শিয়ালদা না হাওড়া, চলবে কোন ডিভিশনে ?

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : ভারতীয় রেল যাত্রীদের জন্য সুখবর আসতে চলেছে। সময়ের সঙ্গে সঙ্গে ভারতীয় রেল ক্রমে উন্নতি সাধন করে চলেছে। কেন্দ্রীয় রেল মন্ত্রকের লক্ষ্য, সকল যাত্রীদের জন্য আরো আরামদায়ক সফর নিশ্চিত করা। সম্প্রতি পূর্ব রেল নিয়ে প্রকাশ্যে এসেছে একটি বড় আপডেট।



রেল যাত্রীদের জন্য দারুণ সুখবর

পূর্ব রেলের যাত্রীরা খুব তাড়াতাড়ি একটি বড় খবর পেতে পারেন। এ ব্যাপারে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জল্পনা। হাওড়া কিংবা শিয়ালদহ রেল স্টেশন থেকে আগামী দিনে পরিষেবায় নিয়ে আসা হতে পারে এসি লোকাল ট্রেন। এখনও পর্যন্ত যা গুঞ্জন, তাতে উত্তর পূর্ব রেলে আসতে চলেছে এসি ট্রেন। তবে সেটা হাওড়া থেকে ছাড়বে নাকি শিয়ালদহ থেকে, সে ব্যাপারে স্পষ্ট করে কিছু জানা যায়নি। জানা যাচ্ছে যে চেন্নাইয়ের ICF-এ বাংলার জন্য এই AC কোচগুলি তৈরি হয়েছে। রেলের পক্ষ থেকে এ বিষয়ে আগামী দিনে ঘোষণা করা হবে বলে আশা করছেন ভারতীয় রেল যাত্রীরা।

আরও পড়ুন:– কী ভাবে ব্যবহার করবেন ভারতীয় রেলের ‘বুক নাউ পে লেটার’ সুবিধা? জানুন এক ক্লিকেই

এবার আসছে এসি লোকাল

বাতানুকূল এসি লোকাল ট্রেন ইতিমধ্যে মুম্বইয়ে শুরু হয়েছে। বলা বাহুল্য, সেখানে বাতনুকূল লোকাল ট্রেন যাত্রীদের মধ্যে বেশ জনপ্রিয় বলে মনে করা হয়। যারা রোজ রেল পথে যাতায়াত করেন, তাঁদের জন্য এসি লোকাল ট্রেন কার্যকর ভূমিকা নিতে পারে। যদিও হাওড়া বা শিয়ালদহ থেকে এসি লোকাল কবে থেকে ছাড়বে সেটা আপাতত জানা যায়নি।

সাধারণ লোকাল ট্রেনে নামমাত্র ভাড়ার বিনিময়ে এক স্টেশন থেকে অন্য স্টেশনে যাতায়াত করা যায়। ভাড়া কম হওয়ার ফলে ভিড় হয় খুব। বিশেষত অফিস টাইমে। মনে করা হচ্ছে, এসি লোকাল ট্রেনের ভাড়া সাধারণ লোকাল ট্রেনের ভাড়ার তুলনায় কিছুটা বেশি হতে পারে। তবে আনুষ্ঠানিক ঘোষণা না হওয়া পর্যন্ত হলফ করা কিছু বলা সম্ভব না। তবে এসি লোকাল চালু হলে যাত্রী সুবিধা যে বাড়বে সেটা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। বিশেষত গরমকালে যাতায়াত হয়ে উঠবে অনেকটাই আরামদায়ক।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন