অবিবাহিত যুগলদের জন্য বন্ধ হলো OYO রুম, নতুন নিয়ম জানেন তো?

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- অবিবাহিত যুগলরা আর ভাড়া নিতে পারবেন না ওয়ো হোটেল রুম। এমনই নয়া ‘চেক-ইন পলিসি’ চালু করল এই হোটেল বুকিং সংস্থা। আপাতত কেবলমাত্র  উত্তরপ্রদেশের মিরাট শহরে চালু হচ্ছে এই নিয়ম। তবে ধীরে ধীরে দেশের সর্বত্রই এই নয়া পলিসি লাগু হতে চলেছে।

প্রেমিক-প্রেমিকারা একান্ত সময় কাটানোর জন্য চোখ বন্ধ করে বুকিং করতেন ওয়ো হোটেল রুম। তবে নয়া পলিসি অনুযায়ী, ওয়ো রুম ভাড়া করতে গেলে এ বার তাদের ওয়েবসাইটে আপলোড করতে হবে নির্দিষ্ট সম্পর্কের প্রমাণপত্র। নতুন বছর থেকে এই পলিসি চালু করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

এ বার থেকে অনলাইনে ওয়ো হোটেলের রুম বুকিং করার সময়েই সম্পর্কের প্রমাণপত্র আপলোড করার অপশন আসবে। সেটিতে নির্দিষ্ট নথি আপলোড করলে তবেই মিলবে রুম। নয়তো অবিবাহিত যুগলরা চেক-ইন করতে পারবেন না। সামাজিক পরিচিতি, স্থানীয়দের দিয়ে প্রভাব খাটিয়েও কোনও অবিবাহিত যুগল যাতে হোটেল রুম বুক করতে না পারেন, তাও নজরদারি চালানো হবে ওয়ো সংস্থার তরফে।

রীতেশ আগরওয়ালের এই সংস্থার তরফে মিরাট থেকে এই নিয়ম প্রথম চালু করা হয়েছে। কিছু দিনের মধ্যে দেশের সর্বত্রই এই নয়া পলিসি লাগু হবে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন:– ৭ নতুন IPO-তে লগ্নির সুযোগ মিলবে এ সপ্তাহে, নজর থাকবে এই ৫ সংস্থার লিস্টিংয়ে

উল্লেখ্য, অবিবাহিত যুগল হোটেলে থাকতে পারবেন না, এমন কোনও নিয়ম বা আইনি নিষেধাজ্ঞা ভারতে নেই। কিন্তু বিভিন্ন সময়েই দেখা যায়, সামাজিক চাপ এবং আইনি জটিলতার কারণে প্রেমিক-প্রেমিকাকে রুম ভাড়া দিতে চায় না অধিকাংশ হোটেলগুলিই। সামাজিক চোখরাঙানির মাঝে কিছুটা যেন খোলা হাওয়ার মতো ছিল ওয়ো হোটেল রুমস। অনায়াসেই অবিবাহিত যুগলরা একান্তে সময় কাটানোর জন্য পেয়ে যেতে ওয়ো রুম বুকিং। আইনি জটিলতার ঝঞ্ঝাটে পড়তে হতো না তাঁদের।

২০১৩ সালের মে মাস থেকে পথ চলা শুরু করেছিল এই ওয়ো হোটেল রুমস। কয়েক বছরের মধ্যে সংস্থার আকাশছোঁয়া সাফল্য নজর কাড়ে। অবিবাহিত যুগলকে কম দামে, আইনি জটিলতা এড়িয়ে রুম দেওয়ার অভিনব পলিসিই রাতারাতি জনপ্রিয় করে তোলে ওয়ো সংস্থাকে। ফলে আচমকাই তাদের এই বহুল চর্চিত এবং প্রশংসিত পলিসিতে বদল আনার সিদ্ধান্তে হতবাক সকলেই।

একটি বিবৃতি দিয়ে ওয়ো সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, নাগরিক সমাজের বিভিন্ন প্রতিক্রিয়ার ভিত্তিতেই এ হেন সিদ্ধান্ত তাদের। মিরাট থেকে একাধিক আপত্তি এসেছে তাদের কাছে। এ ছাড়াও অন্যান্য শহর থেকেও এই পলিসি নিয়ে আপত্তি তোলা হয়েছে। অনেকেই চাইছেন অবিবাহিত যুগলদের হোটেলে থাকার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করা হোক। সমস্ত অবেদন খতিয়ে দেখেই এই নয়া পলিসি আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পিটিআই-কে দেওয়া একটি সাক্ষাৎকারে ওয়ো সংস্থার উত্তরাঞ্চলের প্রধান পবস শর্মা বলেন, ‘নিরাপদ এবং দায়িত্বশীল আতিথেয়তায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ব্যক্তি স্বাধীনতাকে সম্মান করি আমরা। তেমনই নাগরিক সমাজ এবং আইন প্রণয়নকারীদের কথাও ভুলে গেলে চলবে না। আমরা নয়া পলিসির প্রভাব পর্যায়ক্রমে পর্যালোচনা করব।’

ওয়ো সংস্থার দাবি, ছাত্র-ছাত্রী, ব্যবসায়ী থেকে শুরু করে সোলো ট্রাভেলার, সকলেই ওয়ো হোটেলে থাকার ক্ষেত্রে একইরকম নিরাপত্তা পান। সব দিকে নজর রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন:– পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে প্রচুর শিক্ষক নিয়োগ চলছে! আবেদন পদ্ধতি সহ বিস্তারিত দেখেনিন

আরও পড়ুন:– ‘চাঁদ নয়, সোজা মঙ্গলে কলোনি’, বড় লক্ষ্য মাস্কের, বিস্তারিত জানুন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন