Bangla News Dunia, দীনেশ :- ভারতে বসবাসকারী বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরতে দেশজুড়ে চলছে অভিযান। ইতিমধ্যেই দেশের বিভিন্ন রাজ্য থেকে একাধিক অনুপ্রবেশকারী বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। এবার মহারাষ্ট্র থেকে একসঙ্গে ১৭ জন বাংলাদেশিকে গ্রেপ্তার (Bangladeshi Arrested) করল পুলিশের সন্ত্রাসদমন শাখা (Maharashtra Anti-Terrorism Squad)।
আরো পড়ুন :- ‘বাংলাদেশের চিঠি পেয়েছি’, জানুন হাসিনাকে ফেরানো নিয়ে কী বলল কেন্দ্র ?
মহারাষ্ট্র পুলিশ সূত্রে খবর, চলতি সপ্তাহে মুম্বই, নভি মুম্বই, থানে এবং নাসিকের বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। এরপর সেখান থেকে ১৪ জন পুরুষ এবং ৩ জন মহিলা সহ মোট ১৭ জন বাংলাদেশি গ্রেপ্তার হয়েছে। তাঁরা কোনও বৈধ নথি ছাড়াই এদেশে প্রবেশ (Illegal entry) করেছিলেন বলে অভিযোগ। ধৃতদের কাছ থেকে তল্লাশি চালিয়ে জাল আধার কার্ড এবং প্যান কার্ড উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের। এদেশে থাকার জন্য তাঁরা এইসব ভুয়ো নথি ব্যবহার করছিলেন। ধৃতদের বিরুদ্ধে ১৯৪৬ সালের বিদেশি সম্পর্কিত আইন, ১৯৫০ সালের ভারতে প্রবেশ সংক্রান্ত আইন এবং ১৯৬৭ সালের পাসপোর্ট আইনের বিভিন্ন ধারায় কমপক্ষে ১০টি মামলা রুজু করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ।
আরো পড়ুন :- পাকিস্তান থেকে জাহাজ ভর্তি পণ্য পৌঁছাল বাংলাদেশে, জানুন কী কী আমদানি করা হল ?
আরো পড়ুন :- ‘আমি যতদিন সভাপতি ছিলাম, পার্টি হু হু করে বেড়েছে’ কাকে ইঙ্গিত করে এমন বললেন দিলীপ ঘোষ ?