অভয়া কাণ্ডের পুনরাবৃত্তি ! সরকারি হাসপাতালের জুনিয়র ডাক্তারকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার সহকর্মী

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

breaking news

Bangla News Dunia, বাপ্পাদিত্য:-  আরজি করের ঘটনার ভয়াবহ স্মৃতি ফিরল মধ্যপ্রদেশের গোয়ালিয়রে। ২৫ বছরের এক জুনিয়র ডাক্তারকে ধর্ষণের অভিযোগ উঠল তাঁরই সহকর্মীর বিরুদ্ধে। একটি সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালের হস্টেলে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে গিয়ে ওই তরুণী ডাক্তারের উপর নির্যাতন করা হয় বলে অভিযোগ। রবিবারের ওই ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গোয়ালিয়রের এসপি অশোক জাডন বলেন, ‘ওই সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালের হস্টেলে সম্প্রতি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য থাকতে শুরু করেছিলেন ওই তরুণী ডাক্তার। অভিযুক্ত নিজেও একজন জুনিয়র ডাক্তার এবং তরুণীর সঙ্গেই পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন।’ পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, হস্টেলের একটি পরিত্যক্ত রুমে তাঁকে পড়াশোনায় সাহায্যের জন্য ডেকে পাঠান অভিযুক্ত। সেই ঘরেই তরুণীকে ধর্ষণ করার অভিযোগ ওঠে ধৃতের বিরুদ্ধে। এর পর তাঁকে হুমকি দেওয়ারও অভিযোগ ওঠে।

কাম্পু পুলিশ স্টেশনে সমস্ত ঘটনা জানিয়ে সহকর্মীর বিরুদ্ধে FIR দায়ের করেন সরকারি মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তার। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে গ্রেপ্তার করা হয়েছে সহকর্মীকে।

গত বছর অগস্ট মাসে কলকাতার আরজি কর হাসপাতালে এক তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। গ্রেপ্তার করা হয় অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে। নির্যাতিতার ন্যায়বিচারের দাবিতে রাত দখল থেকে শুরু করে প্রতিবাদ-আন্দোলনে মুখরিত হয় বাংলা তথা গোটা দেশ। কর্মস্থলে নিরাপত্তার দাবিতে পথে নেমে প্রতিবাদ জানান একাধিক হাসপাতালের জুনিয়র ও রেসিডেন্ট ডাক্তাররা। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এ বার গোয়ালিয়রের সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালের এক জুনিয়র ডাক্তারকে ধর্ষণের অভিযোগ ঘিরে শোরগোল।

আরও পড়ুন:– ২৫,০০০ টাকা বেতনে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে মেডিকেল কলেজে কর্মী নিয়োগ চলছে , আবেদন পদ্ধতি সহ বিস্তারিত দেখে নিন ,

আরও পড়ুন:–  একা মায়ের লড়াইয়ে উদ্ধার পাচার হওয়া কন্যা, পড়ুন রুদ্ধশ্বাস কাহিনী

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন