অভিষেকের হয়ে কথা বলার জের ! তৃণমূল থেকে বহিষ্কৃত দুই শিক্ষক নেতা

By Bangla News Dunia Dinesh

Published on:

 

Bangla News Dunia, দীনেশ :- মণিশঙ্কর মণ্ডল ও প্রীতম হালদারকে চেনেন? এর জবাবে সবাই বলবেন ‘না।’ তাহলে চলুন এদের সঙ্গে আপনাদের পরিচয় করাই। মণিশঙ্কর মণ্ডল হলেন ওয়েবকুপার সহ সভাপতি এবং দ্বিতীয় জন প্রীতম হালদার তৃণমূলের প্রাথমিক শিক্ষক সংগঠনের নেতা। এই পরিচয় ছাড়াও তাঁদের আরও একটি পরিচয় রয়েছে, তাঁরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ। শুক্রবার তাদের বহিষ্কার করেছে তৃণমূল। বহিষ্কারের নির্দেশ অতি দ্রুত কার্যকর করার নির্দেশ দিয়েছেন ব্রাত্য বসু (Bratya Basu)।

আরো পড়ুন :- মেয়েদের ‘ফুলের মতো’ বললেন খামেনেই ! হিজাব বিতর্কের মাঝে অন্য ছবি ইরানে?

উল্লেখ্য, সম্প্রতি সামাজিক মাধ্যমে মণিশঙ্কর মণ্ডল ও প্রীতম হালদার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) হয়ে বেশ কিছু মন্তব্য করেছিলেন। সেই মন্তব্যের সুত্র ধরেই তাঁদের দলের রোষানলে পড়তে হল কিনা তা নিয়ে কেউ কিছু জানাননি। তৃণমূল শিবির (TMC) সূত্রে জানা গেছে, দল বিরোধী কাজের পাশাপাশি, তাঁদের বিরুদ্ধে বেশ কিছু আর্থিক বেনিয়মেরও অভিযোগ উঠেছে। তাই এমন সিদ্ধান্ত।

আরো পড়ুন :- মহাকাশে সামরিক ঘাঁটি গড়বে ভারত, শূন্যে টহল দেবে সেনা

তবে বহিষ্কার প্রসঙ্গে দুই নেতার গলায় শোনা গেল ভিন্ন সুর। মণিশঙ্করের মন্তব্য, ‘নারী নির্যাতন, সন্দেশখালি ইস্যু নিয়ে যিনি বিজেপির প্রোপাগান্ডা সামনে এনেছিলেন, তিনি হলেন আমাদের দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সে কারণেই বিপুল জয়ের পর মমতার আদর্শ মাথায় নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের জয়জয়কার করেছিলাম। ‘গেম চেঞ্জার দাদা’ অ্যাখ্যা দিয়ে কলকাতায় ব্যানার লাগিয়েছিলাম। ব্রাত্য বসু আমাকে ফোন করে থ্রেট করেন, কেন আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে বলছি। সতর্কবাণী দেন, আমি যেন এই ধরনের কাজ না করি। তিনি এও বলেন, আমার জন্যই নাকি ওঁর পদ চলে যেতে পারে। আমাকে সতর্ক করা হয়েছিল, আমি যদি এরকম করি, তাহলে আমাকে বহিষ্কার করা হবে। তার প্রমাণও আমার কাছে রয়েছে। আমি এই ধরনের ছোটখাটো নেতাদের হুমকিতে ভয় পাই না।’

প্রীতম হালদারের বক্তব্য, ‘আমরা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর হয়ে কিছু কিছু পোস্ট আমরা সামাজিক মাধ্যমে করি। অভিষেকপন্থী হওয়ার কারণেই কি খড়্গ নেমে এল, জানি না। শিক্ষামন্ত্রী প্রতিহিংসামূলক উদ্দেশ্য চরিতার্থ করতে চাইলেন। আমাদের ডাকা হল না, কথা শোনা হল না।’

আরো পড়ুন :- কল্যাণী AIIMS কর্মী নিয়োগ হচ্ছে, মাসিক বেতন ৩০ হাজার টাকা

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন