Bangla News Dunia, বাপ্পাদিত্য:- পুষ্পা-২ নিয়ে বিতর্ক পিছু ছাড়ছে না দক্ষিণী তারকা অল্লু অর্জুনের। গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের ‘সন্ধ্যা থিয়েটারে’ ফিল্মটির স্ক্রিনিংয়ে প্রবল ভিড়ে পদপিষ্ট হয়ে মারা যান বছর ৩৯-এর মহিলা রেবতী। তাঁর ছেলের দিন তিনেক আগেই ‘ব্রেন ডেড’ হয়ে গিয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। এই ঘটনায় এক রাত জেলে কাটাতে হয় রিলের ‘পুষ্পা’, বাস্তবের অভিনেতা অল্লু অর্জুনকে।
এই পরিস্থিতিতে শনিবার আইমিম-এর বিধায়ক আকবরউদ্দিন ওয়াইসি সে দিনের ঘটনা নিয়ে তেলঙ্গানা বিধানসভায় প্রশ্ন তোলেন। সেই প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী এ রেবন্ত রেড্ডি ‘অমানবিক ও দায়িত্বজ্ঞানহীন’ আচরণের জন্য তোপ দাগেন ফিল্ম-দুনিয়ার সঙ্গে জড়িতদের দিকে।
আরো পড়ুন:– গরমের দেশ ভারত, সূর্যের আলো প্রচুর, তাও দেহে ভিটামিন ডি কম, এর সমাধান বললেন ডাক্তারবাবু, জেনে নিন
এ দিন সন্ধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে অবশ্য পাল্টা দেন অল্লুও। ওই ঘটনা নিয়ে প্রচুর ‘মিস কমিউনিকেশন’ ও ‘মিস ইনফর্মেশন’ ছড়ানো হচ্ছে বলে তাঁর অভিযোগ। অল্লু দাবি করেন, তিনি প্রতি ঘণ্টায় আহত বালকের খোঁজ নিচ্ছেন। মৃতের পরিবারের প্রতি গভীর সমবেদনা রয়েছে তাঁর। অল্লুর কথায়, ‘আমি কোনও দপ্তর বা রাজনৈতিক নেতাকে ব্লেম করতে চাই না। কিন্তু যা হচ্ছে, সে সব অপমানজনক ও চরিত্র হননের সামিল। তবু বলব, যা হয়েছে, তার জন্য আমি ক্ষমাপ্রার্থী।’
শনিবার বিধানসভায় মুখ্যমন্ত্রী রেড্ডির বক্তব্য ছিল, ওই ঘটনার পরে ফিল্ম জগতের মাথারা রেবতীদের খোঁজ না নিয়ে অল্লুকেই ফোন করে কুশল জিজ্ঞাসা করেন। মুখ্যমন্ত্রীর কথায়, ‘ইন্ডাস্ট্রির সিনিয়রদের কাছ থেকে কি এমন আচরণ প্রত্যাশিত?’ তিনি জানান, সে দিনের স্ক্রিনিংয়ে অল্লুকে উপস্থিতি থাকার অনুমতি পুলিশ দেয়নি।
তাঁকে জানানো হয়েছিল যে, ‘পুষ্পা’কে এক ঝলক দেখার জন্য জনতার যে ভিড় হবে, তা সামলানোর ক্ষমতা তাদের নেই। কিন্তু সে কথায় পাত্তা না দিয়ে, নিয়ম ভেঙেই অল্লু সেখানে হাজির হন বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। তিনি এমনও দাবি করেন যে, এখানেই শেষ নয়। পদপিষ্ট হয়ে মহিলার মৃত্যুর খবর জানার পরেও সে দিন ওই থিয়েটারে পুরো ফিল্মের স্ক্রিনিং দেখেন অল্লু। অথচ পরিস্থিতি যাতে হাতের বাইরে বেরিয়ে না যায়, সে জন্য অল্লুকে চুপচাপ থিয়েটার ছাড়ার কথা বলেছিল পুলিশ।
আরো পড়ুন:– বাংলার শিল্পায়নে সাফল্যের মূলমন্ত্র কি ? ব্যাখ্যা করলেন অমিত মিত্র।
তাতেও তারকা কর্ণপাত করেননি বলে রেড্ডির দাবি। পরে ডেপুটি কমিশনার অফ পুলিশ তাঁকে গ্রেপ্তারির হুঁশিয়ারি দেওয়ায় অল্লু থিয়েটার ছাড়েন। এবং তখনও অল্লু ভাবলেশহীন ছিলেন বলেই দাবি করা হচ্ছে। মৃত্যুতে বিন্দুমাত্র বিচলিত না হয়ে গাড়ির রুফ খুলে সমবেত জনতার দিকে হাত নাড়তে নাড়তে রীতিমতো রোড-শো করে এলাকা ছাড়েন তিনি।
মুখ্যমন্ত্রী দাবি করেছেন, ‘সরকার ফিল্ম ইন্ডাস্ট্রির অগ্রগতির পক্ষে। সে লক্ষ্যেই ‘পুষ্পা-২’এর বিশেষ স্ক্রিনিংয়ের অনুমতি দেওয়া হয়েছিল। তাঁর কথায়, ‘আপনারা (ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত ব্যক্তিরা) ব্যবসা করবেন এবং আমাদের থেকে ইনসেনটিভ নেবেন, আবার অমানবিক আচরণও করবেন, তা হবে না।’
এ দিন বিধানসভায় নাম না করে অল্লুকে নিশানা করেন আকবরউদ্দিন-ও। তাঁর দাবি, পদপিষ্টের ঘটনা জানার পর অভিনেতা নাকি মুচকি হেসে বলেছিলেন, ‘এ বার ফিল্ম হিট হবে!’ যদিও এমন কিছু তিনি সত্যিই বলেছিলেন কি না, তা কোনও সূত্রেই বিস্তারিত ভআবে জানা যায়নি।
৪ ডিসেম্বরের ঘটনার পরে, ১৩ তারিখ অল্লুকে গ্রেপ্তার করা হয়েছিল। লোয়ার কোর্ট প্রথমে তাঁকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠায়। যদিও সে দিনই তাঁকে জামিন দেয় তেলঙ্গানা হাইকোর্ট। জামিনের কাগজপত্র আপলোড হতে দেরি হওয়ায় অবশ্য ১৩ তারিখ রাতটা জেলেই কাটাতে হয়েছিল অল্লুকে। এ সবের পরেও ‘পুষ্পা-২’ ব্যাপক হিট হয়েছে। ভারতীয় ফিল্ম হিসেবে সবচেয়ে কম সময়ে ১৫০০ কোটির বেড়া টপকেছে অল্লু অর্জুনের এই ব্লকবাস্টার।
আরো পড়ুন:– বিনামূল্যে রেশন সামগ্রীর সঙ্গে 1000 টাকা পাবেন? বিস্তারিত জানতে পড়ুন