Bangla News Dunia, Pallab : বর্তমান ভারতের সবচেয়ে ধনী ব্যবসায়ীদের মধ্যে অন্যতম মুকেশ আম্বানি ও গৌতম আদানি (Gautam Aadani)। পেট্রো রসায়ন থেকে শুরু করে একাধিক ইন্ডাস্ট্রিতে দখল রয়েছে মুকেশ আম্বানির। আদানীও কোনো অংশে কম নয় তবে পেট্রো রসায়ন শিল্পে সেভাবে উপস্থিতি ছিল না। তবে এবার জানা যাচ্ছে ২০২৫ সালে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজকে চ্যালেঞ্জ জানিয়ে নতুন পার্টনারশিপ শুরু করছে আদানির সংস্থা।
আরও পড়ুন:– উচ্চ বেতনে কলকাতা হাই কোর্টে কর্মী নিয়োগ চলছে! কিভাবে আবেদন করবেন দেখুন
পেট্রোরসায়ন ইন্ডাস্ট্রিতে ঢুকছেন গৌতম আদানী
তাইল্যান্ডের ইন্ডোরামা রিসোর্সেস লিমিটেডের সাথে হাত মিলিয়ে ভালোর পেট্রোকেমিক্যালস লিমিটেড (VPL) চালু করেছেন আদানি। কোম্পানিতে ৫০% শেয়ার থাকছে আদানি গোষ্ঠীর। মুম্বাইতেই নতুন সংস্থার হেড অফিস তৈরী হয়েছে। জানা যাচ্ছে এই কোম্পানির মাধ্যমে পেট্রোরসায়ন, অশোধিত তেলের শোধনাগার ও বাই প্রোডাক্টের ব্যবসা শুরু করা হয়েছে।
আজ থেকে ২ বছর আগেই পেট্রোরসায়ন ইন্ডাস্ট্রিতে প্রবেশের কথা ঘোষণা করেছিলেন গৌতম আদানি। জানায় হয়েছিল ৪০০ কোটি দলের বিনিয়োগ করা হবে। এবার সেই মত ইনডোরামার সাথে চূড়ান্ত কথাবার্তা চলছে। ইতিমধ্যেই ভিপিএল এর মোট ৫০ হাজার শেয়ার অর্ধেক করে ভাগাভাগিও হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে।
ভারতীয় বংশোদ্ভূত কোম্পানির সাথে হাত মেলালেন আদানি
জানা যাচ্ছে তাইল্যান্ডের কোম্পানি হলেও ইন্দরাম রিসোর্সেস লিমিটেড এর প্রতিষ্ঠাটান ভারতীয় বংশোদ্ভূত অলোক লোহিয়া। দিল্লি বিশ্ববিদ্যালয় থেকেই পড়াশোনা শেষ করেছিলেন তিনি। বর্তমানে তিন ব্যাংককে থাকেন আর নিজের সংস্থার ব্যবসা পৃথিবীর ৩১টি দেশে বিস্তৃত করেছেন।
পেট্রোরসায়ন শিল্প থেকে তৈরী হওয়া পিইটি রেজিন এর ব্যবসার জন্যই কোম্পানিটির নাম রয়েছে। বস্ত্রশিল্পে এই রেজিনের ব্যাপক চাহিদা রয়েছে। এবার থেকে আদানির সংস্থার সাথে যুক্ত হয়ে ভারতেও এই রেজিন তৈরী করা হতে পারে। যদিও এব্যাপারে কোনো অফিসিয়াল ঘোষণা মেলেনি।
তৈরী হচ্ছে নতুন কারখানা
ইতিমধ্যেই মুদ্রা বন্দর এলাকায় নতুন কারখানা তৈরির কাজ চলছে। জানা যাচ্ছে সেখানে পলিভিনাইল ক্লোরাইডের কারখানা তৈরী হবে। এই কারখানা থেকে বছরে ২০ লক্ষ টন PVC তৈরির লক্ষ্য রাখা হয়েছে। একদিকে আম্বানি দেশের সর্ববৃহৎ অশোধিত তেলের সংশোধনাগার এর মালিক অন্যদিকে পেট্রোরসায়নের আরেকটি দিকে ব্যবসা শুরু করছেন আদানি ফলে আগামী দিনে বিশ্বে ভারতের প্রভাব আরও বৃদ্ধি পাবে বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুন:– বিচারের ভুলে ২৫ বছর বন্দি থাকার পর সুপ্রিম নির্দেশে মুক্তি, পড়ুন এক নিদারুন কাহিনী
রেলওয়ে নিয়োগ 2025 : 32,438টি গ্রুপ ডি শূন্যপদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/8GpFZxawtG
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025
পশ্চিমবঙ্গ চাকরির শূন্যপদ 2025 : সমস্ত WB চাকরির নিয়োগ আপডেট জানুনhttps://t.co/QDNLjfCNhF
— The Global Press Bangla (@kaushik94544429) January 4, 2025
SBI Recruitment 2025 : 14191 ক্লার্ক শূন্য পদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/950tLOEBdm
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025