Bangla News Dunia, বাপ্পাদিত্য:- উত্তরপ্রদেশ বেড়াতে গেলে বেছে নেওয়া হয় আগ্রা, লখনউ, বেনারসের মতো জায়গা। যদিও এ বছর জানুয়ারি থেকে অযোধ্যাও যুক্ত হয়েছে তালিকায়। কিন্তু অযোধ্যা যে তাজমহলের রেকর্ড ভেঙে দেবে কে জানত। জানুয়ারি থেকে সেপ্টেম্বরের মধ্যে ৪৭.৬১ কোটি পর্যটক ভিড় করেছেন উত্তরপ্রদেশের বিভিন্ন প্রান্তে। সবচেয়ে বেশি মানুষ ঘুরে দেখেছেন অযোধ্যা।
এ বছর রেকর্ড ভাঙা পর্যটকের ভিড় উত্তরপ্রদেশে। বিশ্বের সপ্তম আশ্চর্য ও ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তাজমহল। যমুনা নদীর তীরে তাজমহল দেখতেই দেশ-বিদেশ থেকে বহু পর্যটক আগ্রা আসেন। প্রতি বছর সেখানে পর্যটকদের ভিড় লেগেই থাকে। কিন্তু এ বছর যে ছবিটা বদলে যাবে, তা কেউই ভাবেননি। উত্তরপ্রদেশের পর্যটন বিভাগের রিপোর্ট অনুযায়ী, ১৩.৫৫ কোটি দেশীয় পর্যটক এবং ৩,১৫৩ বিদেশী পর্যটক এসেছেন অযোধ্যায়। এই বছর আগ্রাতে এখনও পর্যছন্ত ১২.৫১ কোটি পর্যটক এসেছেন। তার মধ্যে ১১.৫৯ কোটি দেশীয় পর্যটক এবং ৯.২৪ লক্ষ বিদেশী পর্যটক।
আরো পড়ুন:- সুখবর! রাজ্য সরকারি কর্মীদের নিউ ইয়ার গিফট! আচমকাই 7% ডিএ বৃদ্ধি করল সরকার। জেনে নিন কবে থেকে পাবেন
রাজ্যের পর্যটন মন্ত্রী জয়বীর সিং জানিয়েছেন, গত বছর উত্তরপ্রদেশে ৪৮ কোটি পর্যটক এসেছিলেন। ২০২৪-এ ন’মাসেই পর্যটকের সংখ্যা এই মাইলস্টোনের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। প্রসঙ্গত, ২০২৪-এর ২২ জানুয়ারি রাম মন্দির উদ্বোধন হয়। তার পর থেকেই উত্তরপ্রদেশের জনপ্রিয় পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে অযোধ্যা।
শুধু অযোধ্যা নয়, ভারতের বিভিন্ন তীর্থক্ষেত্রে প্রতি বছর লক্ষাধিক মানুষের ভিড় হয়। তবে, অযোধ্যার রাম মন্দির স্পিরিচ্যুয়াল ট্যুরিজমের হাব হয়ে উঠেছে। প্রথম বছরেই রেকর্ড গড়ে ফেলেছে অযোধ্যা। ছাপিয়ে গিয়েছে তাজমহলকেও।
আরো পড়ুন:- ভারতে পরমাণু বোমা ফেলার হুঁশিয়ারি বাংলাদেশের