অরিজিৎ সিং থেকে কার্তিক মহারাজ, রইল বাংলার ৯ পদ্মশ্রী সম্মান প্রাপকের তালিকা

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে ঘোষণা করা হয়েছে পদ্ম পুরস্কার ২০২৫-এর প্রাপকদের নাম। ১১৩ জন পদ্মশ্রী পাচ্ছেন এ বার। ৯ জন পাচ্ছেন বাংলা থেকে। অরিজিৎ সিং, মমতা শঙ্কর, কার্তিক মহারাজ, গোকুলচন্দ্র দাস রয়েছেন তালিকায়। পদ্মভূষণ পাচ্ছেন ১৯ জন, পদ্মবিভূষণ পাচ্ছেন ৭ জন।

দেশের সর্বোচ্চ নাগরিক সম্মানের মধ্যে অন্যতম পদ্ম পুরস্কার। তিনটি ভাগ রয়েছে এই সম্মানের— পদ্মবিভূষণ, পদ্মভূষণ ও পদ্মশ্রী। কলা, সামাজিক কাজ, বিজ্ঞান, চিকিৎসা, সাহিত্য, শিক্ষা, খেলা, সিভিল, সেবার মতো বিভিন্ন ক্ষেত্রে এই সম্মান দেওয়া হয়।

আরও পড়ুন:– ভরসা কমছে মিউচুয়াল ফান্ডে ! ডিসেম্বরে বন্ধ হয়েছে 45 লক্ষ SIP অ্যাকাউন্ট, রইলো বিস্তারিত

বাংলা থেকে পদ্মশ্রী প্রাপকের নাম:

অরিজিৎ সিং: শিল্পকলা

গোকুলচন্দ্র দাস: শিল্পকলা

মমতা শঙ্কর: শিল্পকলা

নগেন্দ্রনাথ রায়: সাহিত্য ও শিক্ষা

পবন গোয়েঙ্কা: বাণিজ্য ও শিল্প

সজ্জন ভজঙ্ক: বাণিজ্য ও শিল্প

স্বামী প্রদীপ্তানন্দ (কার্তিক মহারাজ): আধ্যাত্মিকতা

বিনায়ক লোহানি: সামাজিক কাজ

পণ্ডিত তেজেন্দ্রনারায়ণ মজুমদার: শিল্পকলা

এ ছাড়াও পদ্ম সম্মান পাচ্ছেন প্যারালিম্পিয়ান হরবিন্দর সিং, হিমাচলপ্রদেশের আপেল চাষি হরিমান শর্মা, ভোজপুরের সমাজকর্মী ভীমসিং ভবেশ, স্ত্রীরোগ বিশেষজ্ঞ নীরজা ভাটলা প্রমুখ। তালিকায় আছেন ট্রাভেল ভ্লগার হিউ এবং কলিন গ্যান্টজ়ার, যোগা প্রশিক্ষক সইখা আজ আল সাভা, নেপালি সঙ্গীতশিল্পী নরেন গুরুং, ভক্তি সঙ্গীত শিল্পী ভেরু সিং চৌহান, ঔপন্যাসিক জগদীশ জোশিলা প্রমুখ।

আরও পড়ুন:– ৫০,০০০ টাকা বেতনে রাজ্যের বিদ্যুৎ দপ্তরে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে কর্মী নিয়োগ চলছে! শীঘ্রই আবেদন করুন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন