অর্থনীতির বিকাশে বড় ভূমিকা বিয়ারের, কী ভাবে ভারতের জিডিপি-তে প্রভাব ফেলেছে এই শিল্প? জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ভারতের অর্থনীতির বৃদ্ধিতে বড় ভূমিকা নিয়েছে বিয়ার ইন্ডাস্ট্রি। ২০২৩ সালে দেশের অর্থনীতিতে ৯২ হাজার ৩২৪ কোটি টাকা জুগিয়েছে বিয়ার শিল্প। যা জাতীয় জিডিপি-র প্রায় ৩ শতাংশ। অক্সফোর্ড ইকোনমিক্সের একটি সমীক্ষাকে উদ্ধৃত করে এই তথ্য জানিয়েছে ব্রিউয়ার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (BAI)। ওই রিপোর্ট অনুযায়ী, কেবল ভারত নয়। বিশ্ব অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে বিয়ার। বিশ্বের জিডিপি-তে ৭৬.৪৫ লক্ষ কোটি টাকার অবদান রয়েছে বিয়ারের।

বিয়ার বিশ্বের অন্যতম জনপ্রিয় অ্যালকোহলিক পানীয়। বিভিন্ন দেশেই এই পানীয়ের সমাদর রয়েছে। ভারতেও এই পানীয়ের জনপ্রিয়তা বাড়ছে। এরই ফলস্বরূপ বিয়ারকে ঘিরে বড় অঙ্কের ব্যবসা হচ্ছে। ব্রিউয়ার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া জানিয়েছেন, ৯২ হাজার ৩২৪ কোটি টাকার মধ্যে ৪০ হাজার ৫০ কোটি টাকা এসেছে বিয়ার উৎপাদক সংস্থাগুলির থেকে। ৫২ হাজার ২৩৯ কোটি টাকা এসেছে ডাউনস্ট্রিম ভ্যালু চেন থেকে। অর্থাৎ এই বিয়ারের সরবরাহ, রিটেল মার্কেটে বিক্রি- এ সবের মাধ্যমে। বিয়ার ইন্ডাস্ট্রি থেকে বিপুল অঙ্কের রাজস্ব এসেছে সরকারি কোষাগারে। ৫১ হাজার ৩৭৬ কোটি টাকার রাজস্ব এসেছে বিয়ার ইন্ডাস্ট্রি থেকে। এক্সাইজ় ডিউটি, সেলস ট্যাক্স এবং অন্যান্য কর মিলিয়েই এই অঙ্ক। তথ্য বলছে, সরকারের মোট ট্যাক্স রেভিনিউয়ের ১.৮ শতাংশ এসেছে বিয়ার শিল্প থেকে।

বড় অঙ্কের লেনদেন, করের পাশাপাশি বিয়ার শিল্প প্রচুর কর্মসংস্থান তৈরি করেছে বলেও উঠে এসেছে রিপোর্টে। বিয়ার শিল্পের জেরে ১৩ লক্ষ কাজ তৈরি হয়েছে। এর মধ্যে বিয়ার প্রস্তুতকারক সংস্থাগুলিতে তৈরি হয়েছে ৫.৪ লক্ষ কাজ। লজিস্টিক, রেস্তোরাঁ-পাব, রিটেলারের মতো ডাউনস্ট্রিম ভ্যালু চেনে জড়িত রয়েছেন ৭.৮ লক্ষ জন।

দেশের অর্থনীতিতে বিয়ার শিল্পে প্রভাবের বিষয়ে ব্রিউয়ার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া-র ডিরেক্টর জেনারেল বিনোদ গিরি বলেছেন, ‘বিয়ার পুরোপুরি স্থানীয় পণ্য। এটি হাই-ভলিউম প্রোডাক্ট হওয়ায় স্থানীয় অর্থনীতিতে তা দারুণ প্রভাব ফেলেছে। স্থানীয় কৃষকদের থেকে বার্লি কেনা থেকে শুরু করে বিয়ার প্যাকেজিংয়ের সমস্ত জিনিস স্থানীয় সাপ্লায়ার্সরা সরবরাহ করে। এর জেরে স্থানীয় অর্থনীতি লাভবান হয়।’

আরও পড়ুন:- NEET UG 2025-এর দিনক্ষণ ঘোষণা, কবে থেকে শুরু আবেদন পর্ব? জেনে নিন

আরও পড়ুন:- বাণিজ্য সম্মেলনে মালদার মাখনা শিল্পে 1300 কোটি বিনিয়োগ, উচ্ছ্বসিত ব্যবসায়ীরা

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন