Bangla News Dunia, সমরেশ দাস :- এখনো পর্যন্ত এটা মনে করা হচ্ছিলো যে শুধু মাত্র বয়স্ক দেরী করোনা ভাইরাস আক্রমন করেছে । সেটা আসলে মিথ্যা প্রমান হলো সিডিসি এর এক গবেষণা তে , অল্প বয়সীদের ও আঘাত হানতে পারে এই মারাত্মক করোনা । কিন্তু শিশু দেড় কাছে সে জব্দ ।
[ আরো পরুন : করোনা ভাইরাস নিয়ে বার্তা দিয়ে ভিডিও পোস্ট করলেন নুসরত ]
করোনা ভাইরাস যেখানে সারা বিশ্ব দাপিয়ে বেড়াচ্ছে । অনেক দেশে জন সমাবেশ রোধ করেছে। এমন কি অফিস , স্কুল, বাজার , প্রায় সবই বন্ধ । অনেক দেশের সরকার তো করোনা ঠেকাতে মানুষ কে বিচ্ছিন্ন করে রেখেছে একের থেকে অন্যকে । আমরা অনেকেই এই কথা বিশ্বাস করি যে এটা শুধু মাত্র বয়স্ক দেরি হচ্ছে । কিন্তু আসলে তা এক দমি নয় , সম্প্রতি মার্কিন সংক্রমক ব্যাধি নিয়ন্ত্রন কেন্দ্র “সিডিসি” র সাম্প্রতিক গবেষণা থেকে জানা গেছে যে মোটেই তা নয় । তাদের সাম্প্রতিক প্রতিবেদন এ জানা গেছে যে কোভিদ -১৯ সংক্রমন এর জেরে মার্কিন যুক্তরাষ্ট্র এ ৫০৮ মধ্যে ২০% হচ্ছে ২০ থেকে ৪৪ বছর । আর ১৮ শতাংশ রোগীর বয়স ৪৪ থেকে ৫৫ এর মধ্যে ।
[ আরো পরুন :– করোনা নিয়ে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর বৈঠক ! ]
তবে সিডিসি র ডাটা থেকে এটাও প্রমান হয়েছে যে বয়স্ক দের তুলনায় তরুণদের মৃত্যুর হার অনেক কম । ৮৫ বছরের বেশি বয়সের লোকেদের মৃত্যুর হার ১০ থেকে ২৭ শতাংশ । আর ৬৫ থেকে ৮৮ বছর বয়সী রোগীদের মৃত্যুর হার ১১ থেকে ৩০ শতাংশ । সেখানে ৪ থেকে ২০ বছর বয়সীরদের মৃত্যুর হার মাত্র ১ শতাংশ ।