Bangla News Dunia, দীনেশ :- অশান্ত বাংলাদেশ (Bangladesh)। এই পরিস্থিতিতে দেশবাসীকে বাংলাদেশ সফরে না যাওয়ার পরামর্শ দিল ব্রিটেনের ‘ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভলপমেন্ট অফিস’ (এফসিডিও)। আশঙ্কা করা হয়েছে, বাংলাদেশে ভিন্নধর্মী ও বিদেশিদের উপর জঙ্গি হামলা হতে পারে।
আরো পড়ুন :- ভারত-চিন সীমান্তের পরিস্থিতি এখন কী অবস্থায়? লোকসভায় জানালেন বিদেশমন্ত্রী
মঙ্গলবার এই বিষয়ে নির্দেশিকা জারি করে ব্রিটেনের (Britain) তরফে জানানো হয়, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক। এই সময় সেখানকার জনাকীর্ণ এলাকা, ধর্মীয় স্থান ও রাজনৈতিক সমাবেশের পাশাপাশি স্পর্শকাতর জায়গাগুলি এড়িয়ে যাওয়া উচিত। ফলে ব্রিটেনের নাগরিকদের বাংলাদেশ সফরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
আরো পড়ুন :- সংসদে মোদী সরকারের পাশে দাঁড়াল তৃণমূল !
গত ৫ অগাস্ট গণবিক্ষোভের জেরে বাংলাদেশ ছেড়ে ভারতে চলে আসেন শেখ হাসিনা (Sheikh Hasina)। মুজিবকন্যার দেশছাড়ার পর বাংলাদেশের শাসনভার হাতে নেয় মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। এরপর থেকে সেখানে হিন্দু সহ সংখ্যালঘুদের উপর ক্রমে অত্যাচারের অভিযোগ উঠছে। ভেঙে ফেলা হচ্ছে হিন্দু মন্দির। সম্প্রতি, হিন্দুদের শান্তিপূর্ণ আন্দোলনের মুখ চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার করা হয়। ঘটনার জেরে দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে বাংলাদেশ। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সম্প্রতি উত্তাল হতে দেখা গিয়েছে ব্রিটিশ পার্লামেন্ট। গত বৃহস্পতিবারই ব্রিটিশ সংসদে বাংলাদেশের গুরুতর পরিস্থিতি নিয়ে সরব হয়েছিলেন কনজারভেটিভ পার্টির সাংসদ বব ব্ল্যাকম্যান।
আরো পড়ুন :- এ দেশে রাস্তায় গাড়ি থামালে বিপদ, হবে বিপুল অঙ্কের জরিমানা, জানুন আজব আইন সম্পর্কে