Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বাড়ির ভিতরে ঢুকে গলা কেটে খুন করা হয়েছিল ৫২ বছরের এক ডাক্তারকে। দক্ষিণ দিল্লির ওই ভয়ানক হত্যাকাণ্ডের ঘটনায় বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়েছে এক তরুণকে। তাকে জেরা করতেই সামনে এসেছে ভয়ঙ্কর অভিযোগ।
পুলিশ জানিয়েছেন, নিহত চিকিৎসক সম্বিত মোহান্তি আদতে ওডিশার কটকের বাসিন্দা। সপ্তাহ দুয়েক আগে ওই তরুণের সঙ্গে তাঁর বন্ধুত্ব হয়। পুলিশের জেরায় ধৃত জানিয়েছে ওই ডাক্তার তাঁকে অশালীন ভাবে ছোঁয়ার চেষ্টা করেছিলেন। সেই কারণেই এই খুন বলে দাবি করা হয়েছে পুলিশের কাছে। ওই ঘটনার আগে দুই জনের মধ্যে ধস্তাধস্তি হয়েছে বলেও জানিয়েছে অভিযুক্ত।
বৃহস্পতিবার দুপুরে খুনের খবর পায় পুলিশ। পুলিশ গিয়ে দেখতে পায় রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন ওই চিকিৎসক। তাঁর গলায় গভীর ক্ষতও ছিল। তদন্তে নেমেই পুলিশ খোঁজ পায় সানি শর্মার। তিনি পেশায় হেলথ ডায়েট সাপ্লায়ার। তাঁকে জিজ্ঞাসাবাদের সময় তিনি অপরাধ কবুল করেন বলে জানিয়েছে পুলিশ। সানি পুলিশকে জানিয়েছে, একদিন আগে ডাক্তারদের খুন করেছিলেন তিনি।
কী দাবি অভিযুক্তের?
সানি শর্মা পুলিশের কাছে দাবি করেছেন, কাজের ব্যাপারে তিনি ওই ডাক্তারের বাড়ি গিয়েছিলেন। সেখানে ওই ডাক্তার তাঁকে অশালীন ভাবে ছুঁতে থাকেন। তখনই বিষয়টি নিয়ে বচসা হয়। তার পরে রাগের বশে ওই ডাক্তারকে গলা টিপে খুন করেন তিনি, তার পরে গলা কেটে দেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত একটি ছুরি ও একটি কাঁচি দিয়ে হামলা চালিয়েছিল। ডাক্তারের বাড়ির রান্নাঘর থেকে জোগাড় করা হয়েছিল ওই অস্ত্র। খুনের পরেই পালিয়ে যায় ওই অভিযুক্ত। একদিন পরে পড়শি এবং পরিচারক তাঁর দেহ খুঁজে পান।
আরও পড়ুন:– চুক্তির নিয়ম অনুযায়ী ভারতের দাবি মেনে নিল বাংলাদেশ, বিস্তারিত জানুন
আরও পড়ুন:– বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ রুখতে ‘হোমমেড’ অ্যালার্ম, কিভাবে কাজ করে ?