অষ্টম শ্রেণির ছাত্রের হাতে 7MM পিস্তল! তদন্তে যা উঠে এল, পড়ুন বিস্তারিত

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- রিলস বানাতে গিয়ে গুলি! মৃত্যু অষ্টম শ্রেণির ছাত্রের। মালদার কালিয়াচকে সামিউল ইসলামের মৃত্যুর তদন্তে উঠে এল এমন চাঞ্চল্যকর তথ্য। বাড়ির ছাদের রিলস বানাচ্ছিল সামিউল। তার কাছে কাছে ছিল একটি সেভেন এমএম পিস্তল। ওই পিস্তল থেকে গুলি চলে। মৃত্যু হয় সামিউলের। ঘটনায় সাফি আলি নামে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তকারী পুলিশ কর্তা জানান, সেভেন এমএম  পিস্তল নিয়ে সামিউল ও  তার বন্ধু সাফি রিলস বানাচ্ছিল।

পুলিশ সূত্রের খবর, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় বাড়িতে  সামিউল ও তার বন্ধু সাফি আলি রিলস বানাচ্ছিল। সেভেন এমএম  পিস্তল নিয়ে ছিল তাদের কাছে। হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। প্রতিবেশীরা বাড়িতে ঢুকে সামিউলের ক্ষত বিক্ষত  রক্তাক্ত দেহ দেখতে পান। তড়িঘড়ি সামিউলকে চিকিৎসার জন্য স্থানীয় সিলামপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে কর্তব্যরত চিকিৎসক সামিউলকে মৃত বলে ঘোষণা করে।

 

আরো পড়ুন:– লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু, বিধবা ভাতা সহ একাধিক প্রকল্পের টাকা পেতে নতুন নিয়ম, না জানলে সমস্যায় পড়বেন

সামিউলের মাথায় বুলেটের চিহ্ন দেখে রহস্য দানা বাধে। আত্মহত্যা না খুন তা নিয়ে ধন্দে পড়েন পুলিশ কর্তারা। এরপর শুরু হয় তদন্ত। কালিয়াচক থানার আইসি সুমন  রায়চৌধুরীর নেতৃত্বে শুরু হয় তদন্ত। সামিউলের মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়। পুলিশ জানতে পারে রিলস বানাচ্ছিল সে। তদন্তকারী পুলিশকর্তা জানান, সাফি আলি ও তার বন্ধু সামিউল ইসলামের মাথায় আগ্নেয়াস্ত্র  ধরে গুলি চালায়।

সামিউলের বাবা রাজিকুল ইসলাম কালিয়াচক থানায়  লিখিত অভিযোগ দায়ের করেছেন। গ্রেফতার করা হয়েছে সাফি আলিকে। ঘটনাস্থল থেকে সেভেন এমনএম পিস্তল, একটি মোবাইল ফোন উদ্ধার হয়েছে। ওই ছাত্রের হাতে কীভাবে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র এল, তা খতিয়ে দেখছে পুলিশ।

 

আরো পড়ুন:কলকাতাতেও বিষাক্ত বাতাস, দায়ী বিরিয়ানিও? পরিবেশবিদরা কি বলছেন, জানুন

আরো পড়ুন:- ২৯০০ কোটি টাকা বরাদ্দ নবান্নর, উপকৃত হবেন ১ কোটি ৭ লক্ষ মানুষ, বড় প্রকল্প রাজ্য সরকারের

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- মণিপুর সংকটের অবসানে চাই হস্তক্ষেপ, রাষ্ট্রপতিকে চিঠি খাড়গের

আরো পড়ুন :- সরল বাধা, পার্পল লাইনে দুরন্ত গতিতে হবে মেট্রোর কাজ! জোকা-বিবাদী বাগ রুট নিয়ে সুখবর

আরো পড়ুন :- বন্দে ভারতের খাবারে পোকা! অভিযোগ উঠতেই ক্যাটারিং সংস্থাকে ৫০ হাজার ফাইন রেলের

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন