অষ্টম শ্রেণী পাশে মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মী নিয়োগ চলছে! কিভাবে আবেদন করবেন দেখুন

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- রাজ্যের সমস্ত বেকার ছেলে মেয়েদের জন্য চলে এলো নতুন একটি চাকরির সুযোগ। মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল এর পক্ষ থেকে প্রকাশিত হল নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি। এবং সবথেকে ভালো জিনিষ হচ্ছে এখানে ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ করলেই আবেদন করতে পারবেন। তাহলে কেনো এই সুবর্ণ সুযোগকে হাতছাড়া করবেন, চলুন জেনে নিই নিয়োগ সম্পর্কে সমস্ত বিস্তারিত খুঁটিনাটি।

Midnapore Medical College & Hospital Recruitment 2024-25 : বিবরণ

  • নিয়োগকারী সংস্থা – মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল
  • পোস্টের নাম: গম্বুজ
  • শূন্যপদের সংখ্যা – ০৩ টি
  • মাসিক বেতন – ৪,৯০০/- টাকা থেকে সর্বোচ্চ ১৬,০০০/- টাকা
  • আবেদন মোড – অফলাইন

কী কী যোগ্যতা প্রয়োজন

শিক্ষাগত যোগ্যতা: মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল নিয়োগ ২০২৪- এর উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো একটি স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ করতে হবে।

বয়স সীমা: প্রার্থীর বয়স ন্যূনতম ১৮ থেকে ৪০ বছরের ভিতরে হতে হবে।

আরো পড়ুন:- নতুন শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিকের 19টি বিষয়ে পাঠক্রম বদল, কোন কোন বিষয়? জেনে রাখুন

কিভাবে আবেদন করবেন

প্রথমে এই প্রতিবেদনের নিচে দেওয়া ওয়েবসাইট এ গিয়ে আবেদন ফর্মটি ডাউনলোড করুন। এরপর ফরমটি প্রিন্ট করে যথাযথ তথ্য পূরণ এবং  সঙ্গে প্রয়োজনীয় নথি গুলি জেরক্স করে সংযুক্ত করুন। তারপর ফর্ম ও নথি একটি খামে ভরে নির্ধারিত ঠিকানায় জমা করুন।

প্রয়োজনীয় নথিপত্র: শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, জন্ম সার্টিফিকেট, আধার বা ভোটার কার্ড, পাসপোর্ট সাইজ ফটো,

আরো পড়ুন:- পশ্চিমবঙ্গে শুরু চাকরির মেলা। নিজে গিয়ে ইন্টারভিউ দিয়ে কাজের সুযোগ, কবে কোথায়, জেনে নিন

গুরুত্বপূর্ণ তারিখ:

  • আবেদন প্রক্রিয়া শুরু হবে – ২২/১১/২০২৪ তারিখে।
  • আবেদন প্রক্রিয়া শেষ হবে – ৩১/১২/২০২৪ তারিখে।

আবেদন ফর্ম জমা করার ঠিকানা: The Principal Midnapore,Medical College,Paschim Medinipur.P.O – Midnapur Dist – Paschim Medinipur Pin – 721101

আপনি যদি ডেইলিহান্টে এই প্রতিবেদন দেখে থাকেন তবে সমস্ত প্রকারের প্রয়োজনীয় লিঙ্ক আপনি Banglanewsdunia.com ওয়েবসাইটে গিয়ে পেয়ে যাবেন।

প্রয়োজনীয় লিঙ্ক

অফিসিয়াল ওয়েবসাইট www. wbhealth.gov.in

 

মন্তব্য করুন