অসমের করিমগঞ্জের নাম বদলে হল ‘শ্রীভূমি’, রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানাতে বড় পদক্ষেপ হিমন্ত বিশ্বশর্মার

By Bangla news dunia Desk

Published on:

hemant biswas sharma

 

Bangla News Dunia, দীনেশ :- রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানাতে করিমগঞ্জ (Karimganj) জেলার নাম বদলে দিল অসমের (Assam) হিমন্ত বিশ্বশর্মার সরকার। জেলার নতুন নাম হয়েছে ‘শ্রীভূমি’ (Sribhumi)। মঙ্গলবারই ক্যাবিনেট বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) তা পোস্ট করে এই খবর জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী।

আরো পড়ুন :- হিরোশিমা-নাগাসাকির মতো প্রলয় দেখবে গোটা বিশ্ব ! কিন্তু কেন ?

 

আরো পড়ুন :- অবশেষে ২০২৫ সালে জনগণনা ! কতটা রাজনৈতিক সুবিধা পাবে বিজেপি ?

হিমন্ত বিশ্বশর্মা তাঁর পোস্টে জানিয়েছেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানাতে করিমগঞ্জ জেলার নাম বদলে ‘শ্রীভূমি’ করা হচ্ছে। ১০০ বছর আগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আজকের করিমগঞ্জ জেলাকে শ্রীভূমি বা মা লক্ষ্মীর এলাকা বলে ব্যাখ্যা করেছিলেন। আজ অসমের মন্ত্রীসভা এই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবিকে পূরণ করেছে।’ অসমের মুখ্যমন্ত্রী একটি ছবিও এক্স হ্যান্ডলে শেয়ার করেছেন। যেখানে তিনি জানিয়েছেন, ‘শ্রীভূমি জেলার মানুষের প্রত্যাশা ও স্বপ্নের প্রতিচ্ছবি।’

সম্প্রতি সেপ্টেম্বর মাসেই কেন্দ্রীয় সরকার আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ারের নাম বদলে শ্রী বিজয় পুরম করার কথা ঘোষণা করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা জানিয়েছিলেন, দেশের বুক থেকে ঔপনিবেশিক শাসনের চিহ্ন মোছার লক্ষ্য নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। সেই লক্ষ্য পূরণেই এই পদক্ষেপ।

আরো পড়ুন:-প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা ফর্ম ফিলাপ ও স্ট্যাটাস চেক কিভাবে করবেন? জেনে নিন

আরো পড়ুন:- ভূমিকম্পে বাঁচতে পারে কোটি কোটি প্রাণ? ISRO মহাকাশে পাঠাচ্ছে সবচেয়ে পাওয়াফুল স্যাটেলাইট

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- কয়েকশ কোটি ব্যয়ে তৈরি হচ্ছে ভারতের প্রথম ডেডিকেটেড লাইন, ২৩০ কিমি বেগে ছুটবে ট্রেন

আরো পড়ুন :- আবাস, ১০০ দিনের পর এ বার সর্বশিক্ষা মিশনের টাকাও বন্ধ, কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ রাজ্যের

আরো পড়ুন :- রোজ ঝগড়া হয়? সম্পর্ককে ভালো রাখুন ‘৫ সেকেন্ড রুল’ মেনে

 

Bangla news dunia Desk

মন্তব্য করুন