অসুস্থ শরীরেও চুটিয়ে শুটিং, ‘কালা পাত্থর’-এ ভয়ঙ্কর অভিজ্ঞতা অমিতাভের

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- অভিনয়ের জন্য কত কিছুই না করতে হয় অভিনেতা-অভিনেত্রীদের। সেই তালিকায় বাদ যায়নি শাহেনশাহও। এমনও হয়েছে, অসুস্থ শরীর নিয়ে বহু সিনেমায় শুটিং করেছেন অমিতাভ বচ্চন। তার অন্যতম উদাহরণ ‘কালা পাত্থর’ ছবিটি। সম্প্রতি, ‘কৌন বনেগা ক্রোড়পতি’ সিনেমার শুটিং সেটের একটি ভয়াবহ অভিজ্ঞতা তুলে ধরেছেন অভিনেতা।

কেবিসি-তে দিনকয়েক আগে এসেছিলেন প্রতিযোগী কৌশলেন্দ্র প্রতাপ সিং। তাঁর সঙ্গে ১৯৭৯ সালের সিনেমা ‘কালা পাত্থর’-এর একটি ঘটনা শেয়ার করেছিলেন অমিতাভ। সেই সময়ে একটি দৃশ্যে দূষিত জল অমিতাভে শরীরে স্প্রে করা হয়েছিল। কতটা প্রভাব পড়েছিল অভিনেতার শরীরে? যদিও এসবে তোয়াক্কা না করেই অমিতাভ শুটিং চালিয়ে গিয়েছেন।

প্রসঙ্গত, সেদিনের প্রতিযোগী ঝাড়খণ্ডের ধানবাদের বাসিন্দা। তিনি সরকার ও কয়লা খনির মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেন। ‘কালা পাত্থর’ সিনেমায় একজন খনির শ্রমিকের ভূমিকায় অভিনয় করেছিলেন অমিতাভ। কেবিসি-র মঞ্চে এসে ‘কালা পাত্থর’-এর শুটিংয়ের সময়ে চাসনালা বিপর্যয়ের কথা উল্লেখ করেন।

শুটিং চলাকালীন বাঁধের দূষিত জল প্রবেশ করে সমস্যার সম্মুখীন হয়েছিলেন অমিতাভ। তবে দূষিত জলের ফলে অসুস্থ হয়ে পড়েছিলেন অমিতাভ। তারপরেও শুটিং চালিয়ে গিয়েছেন অভিনেতা। অমিতাভ বচ্চনের বাবা হরিবংশ রাই বচ্চন তাঁর বইয়ে এই বিষয়টির কথা উল্লেখ করেছিলেন।

২০২১ সালে ছবিটি ৪২ বছর পা দিয়েছিল ছবিটি। অমিতাভও ‘কালা পাত্থর’-এ কাজের অভিজ্ঞতা ভাগ করেছেন। সেই সময় অভিনেতা বলেন, ‘কালা পাত্থর’ ঘিরে একঝাঁক স্মৃতি। আমার ব্যক্তিগত জীবনেও বহু অভিজ্ঞতা হয়েছে এই সিনেমায় অভিনয় করতে গিয়ে। আমি ইন্ডাস্ট্রিতে পা দেওয়ার আগে ধানবাদ ও আসানসোলের কয়লা খনিতেও কাজ করেছি।’

আরও পড়ুন:– ভারতের কব্জায় থাকা নদীর অংশ দখলমুক্ত করলো বাংলাদেশ, জানুন বিস্তারিত

আরও পড়ুন:– কলেজে পড়ুয়াদের ৩০ হাজার টাকা স্কলারশিপ দিচ্ছে HDFC ব্যাংক, কিভাবে আবেদন করবেন? দেখে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন