অস্কার দৌড়ে প্রিয়াঙ্কা-গুনীতের ‘অনুজা’, রইল তালিকার বিশেষ ঝলক

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- 97তম অ্যাকাডেমি পুরস্কারের মনোনয়ন বৃহস্পতিবার ঘোষণা করা হয়েছে ৷ জ্যাক অডিয়ার্ডের এমিলিয়া পেরেজ নমিনেশন পাওয়ার দিক থেকে রয়েছে এগিয়ে ৷ ‘এমিলিয়া পেরেজ’ 13টি মনোনয়ন পেয়েছে, যার মধ্যে সেরা ছবিও রয়েছে ৷ এর পরেই রয়েছে ‘দ্য ব্রুটালিস্ট’, ‘উইকড’ দুটি ছবিই 10টি মনোনয়ন পেয়েছে। তালিকায় জায়গা করে নিয়েছে প্রিয়াঙ্কা চোপড়া ও গুনীত মঙ্গা প্রযোজিত ‘অনুজা’ ৷

এর আগে লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলের কারণে দুবার অস্কারের ভোটিং ও নমিনেশন প্রক্রিয়া পিছিয়ে যায় ৷ অ্যাকাডেমির তরফে জানানো হয়েছে দাবানলের যাঁরা প্রাণ হারিয়েছেন 2 মার্চ তাঁদের সম্মান জ্ঞাপন করা হবে ৷ অন্যদিকে, ‘অনুজা’ লাইভ অ্যাকশন শর্ট ফিল্মে জায়গা করে নেওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রিয়াঙ্কা চোপড়া ৷ তিনি এই ছবির এক্সিকিউটিভ ডিরেক্টর ৷

অভিনেত্রী বলেন, ” এই মুহূর্তটা সত্যই অসাধারণ ৷ গল্প বলার ধরনে আলাদা ক্ষমতা রয়েছে তা আরও একবার প্রমাণিত ৷ আমি অ্যাডাম জে-কে নিয়ে সত্যি গর্বিত ৷ সাজদা পাঠান ও অনন্যা শানভাগ দারুণ অভিনয় করেছেন ৷ এই ছবির অংশ হতে পেরে আমি গর্বিত ৷”

প্রযোজক গুনীত মঙ্গা নিজের আবেগ জাহির করে বলেন, “অনুজার গল্প বলতে পেরে আনন্দিত ৷ একাধিক চড়াই-উতরাই পেরোতে হয়েছে এই ছবি করতে গিয়ে ৷ অনুজাকে গ্লোবাল স্টেজে জায়গা করার পিছনে যাঁদের ভূমিকা রয়েছে কৃতজ্ঞতা জানাই ৷ ধন্যবাদ জানাই কালিং ও প্রিয়াঙ্কা চোপড়া জোনাসকে ৷” খুব শীঘ্রই এই সিনেমা নেটফ্লিক্সে আসবে বলে জানা গিয়েছে ৷

 

এক ঝলক চোখ বোলানে যাক, কোন কোন ছবি এবং কারা রয়েছেন অস্কার প্রতিযোগিতার তালিকায় ৷

সেরা ছবি

আনোরা

দ্য ব্রুটালিস্ট

আ কমপ্লিট আননোন

কনক্লেভ

ডুন:পার্ট 2

এমিলিয়া পেরেজ

আ’এম স্টিল হেয়ার

নিকেল বয়েস

দ্য সাবস্ট্যান্স

উইকড

সেরা পরিচালক

শন বেকার- আনোরা

ব্রেডি করবেট- দ্য ব্রুটালিস্ট

জেমস ম্যানগোল্ড- আ কমপ্লিট আননোন

জ্যাকিউস অডিয়ার্ড- এমিলিয়া পেরেজ

কোরাইল ফারগিট- দ্য সাবস্ট্যান্স

 

 

সেরা অভিনেতা

অ্যাড্রিয়েন ব্রোডি- দ্য ব্রুটালিস্ট

তিমোথি শলামেট- আ কমপ্লিট আননোন

কোলমান ডোমিনগো- সিং সিং

রাল্ফ ফিনেন্স- কনক্লেভ

সেবাস্টিয়ান স্ট্যান- দ্য অ্যাপ্রিনটাইস

সেরা অভিনেত্রী

সিনথিয়া এরিভো- উইকড

কার্লা সোফিয়া গ্যাসকন- এমিলিয়া পেরেজ

মাইকি ম্যাডিসন- আনোরা

ডেমি মুর- দ্য সাবস্ট্যান্স

ফার্নান্ডা টরেস- আই অ্যাম স্টিল হিয়ার”

লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম

এ লিয়েন- স্যাম কাটলার-ক্রেউটজ এবং ডেভিড কাটলার-ক্রেউটজ

অনুজা- অ্যাডাম জে. গ্রেভস এবং সুচিত্রা মাত্তাই

আই’ম নট আ রোবট- (দ্য নিউ ইয়র্কার) ভিক্টোরিয়া ওয়ার্মারড্যাম এবং ট্রেন্ট

দ্য লাস্ট রেঞ্জার- সিন্ডি লি এবং ডারউইন শ

দ্য ম্যান হু কুড নট রিমেইন সাইলেন্ট- (ম্যানিফেস্ট) নেবোজসা স্লিজেপসেভিচ এবং ড্যানিজেল পেক

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন