Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ঘরের মাটিতে নিউজিল্যান্ডের কাছে লজ্জাজনকভাবে হেরেছে টিম ইন্ডিয়া। যা নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছে রোহিত শর্মাদের। কোচ গৌতম গম্ভীরের ভূমিকা, ক্য়াপ্টেন রোহিত শর্মার পারফরম্যান্সকে কাঠগড়ায় তুলেছেন অনেকে। তারইমধ্যে শোনা যাচ্ছে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুই টেস্টে নাও খেলতে পারেন রোহিত শর্মা। কারণ, তাঁর স্ত্রী দ্বিতীয়বার মা হতে চলেছেন। রোহিত নাকি সেজন্য ব্যক্তিগত কারণ দেখিয়ে ছুটি চেয়েছেন বোর্ডের কাছে।
এদিকে এই জল্পনা সামনে আসার পর রোহিতের কার্যত সমালোচনা করেছেন গাভাস্কার। তিনি সাফ জানিয়েছেন, ক্যাপ্টেনের প্রথম টেস্ট খেলা উচিত। প্রথম টেস্ট না খেললে ভাইস ক্যাপ্টেনের উপর চাপ পড়ে। রোহিত যদি এখচার বেশই টেস্ট না খেলে তাহলে বুমরাকে অধিনায়ক করে দেওয়া উচিত।
আরো পড়ুন:-শরীরে থাইরয়েডের জন্য ওজন বাড়ছে হু হু করে? জানুন সমস্যার সমাধান
যদিও গাভাস্কারের এই মন্তব্য মোটেও ভালোভাবে নেননি অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তিনি এই নিয়ে প্রতিক্রিয়া দেন। রোহিত শর্মার পাশে দাঁড়ান। তিনি বলেন, ‘সানি গাভাস্কারের সঙ্গে আমি একমত নই। রোহিত শর্মা টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন। যদি একজন ব্যক্তি পরিবারের প্রয়োজনে বাড়িতে স্ত্রী-র সঙ্গে থাকে তাহলে সেটা খুব ভালো ব্যাপার। আমার মনে হয় এর মধ্যে ভুল কিছু নেই। বরং তাঁকে টাইম দেওয়া দরকার।’