অস্ট্রেলিয়া সিরিজে হারলেও WTC ফাইনালে যেতে পারে ভারত, কোন অঙ্কে? জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

virat kohli, india , cricket

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ০-৩ ব্যবধানে হারের পর, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়া বেশ কঠিন হয়ে গিয়েছে ভারতীয় দলের জন্য। এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার গাভাস্কার ট্রফিতে জিততেই হবে ভারতীয় দলকে। তবে শুধু সিরিজ জেতাই নয়, জিততে হবে চার চারটি ম্যাচ। অস্ট্রেলিয়ার মাটিতে পাঁচ ম্যাচের সিরিজে চারটে ম্যাচ জেতা মুখের কথা নয় তা বলাই বাহুল্য। ঘরের মাঠে সিরিজ হারের পর, ভারতীয় দল শীর্ষস্থান হারিয়ে ফেলেছে।

আরো পড়ুন:- পৃথিবীর চেয়ে ৫ গুণ বেশি বড়, থাকতে পারবে মানুষও! ভারতীয় বিজ্ঞানীদের আবিষ্কার

কীভাবে ভারতীয় দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে পারে?
ভারতীয় দল এখনও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে সরাসরি যেতে পারে চারটি ম্যাচই জিতে গেলে। তা না হলে তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলির দিকে। ভারতীয় দল যদি অস্ট্রেলিয়াকে টেস্ট সিরিজে ৪-০ হারায়, অর্থাৎ ৪টি জয় এবং ১টি টেস্ট ড্র করে, তাহলে ভারতের মোট শতাংশ পয়েন্ট হবে ৬৫.৭৯ শতাংশ। এমনটা হলে ভারতীয় দলের ফাইনালে ওঠা প্রায় নিশ্চিত হয়ে যাবে। এমনটা হলে, অস্ট্রেলিয়া ছিটকে যাবে। অন্যদিকে, নিউজিল্যান্ড যদি ঘরের মাঠে ইংল্যান্ডকে ৩-০ গোলে হারায় তাহলে তাদের পয়েন্ট হবে ৬৪.২৯ শতাংশ। দক্ষিণ আফ্রিকা যদি ঘরের মাঠে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে ২-০ ব্যবধানে হারায়, তাহলে ৬৯.৪৪% পয়েন্ট নিয়ে শীর্ষে থাকবে। এই সমীকরণে ভারত ও দক্ষিণ আফ্রিকা ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ হারলে কী হবে?
অস্ট্রেলিয়া সিরিজ হারলে সমীকরণ কেমন হবে? ভারতীয় দল অস্ট্রেলিয়ার কাছে টেস্ট সিরিজ হারলেও সমীকরণ ইতিবাচক হতে পারে। তবে এর জন্য আমাদের অন্য দলের ওপর নির্ভর করতে হবে। তবে সেক্ষেত্রে ভারতকে ৩-২ -এর বেশি ব্যবধানে হারা চলবে না। অর্থাৎ বিদেশের মাটিতে গিয়ে হোয়াইটওয়াশ হলে ছিটকে যাবে রোহিত শর্মার দল। যদি ফল ৩-২ হয় তবে, নিউজিল্যান্ড-ইংল্যান্ড সিরিজ ১-১ ড্র হতে হবে। শ্রীলঙ্কা এবং পাকিস্তান উভয়ের সঙ্গে দক্ষিণ আফ্রিকার সিরিজ ১-১ ড্র হতে হবে। পাশাপাশি শ্রীলঙ্কার সঙ্গে ০-০ ড্র করতে হবে অস্ট্রেলিয়াকে।

অর্থাৎ অস্ট্রেলিয়া সিরিজ হারলে অঙ্কের বিচারে ফাইনালে ওঠার সম্ভাবনা থাকবে ভারতীয় দলের সামনে। সে সম্ভাবনা যদিও বাস্তবায়িত হওয়া বেশ কঠিন।

 

আরো পড়ুন:- ১ নভেম্বর থেকে ট্রেনের টিকিট বুকিংয়ে বড় বদল, জানুন রিজার্ভেশনের নয়া নিয়ম

আরো পড়ুন :- ইস্তফা না দিলে খুন করার হুমকি বুলডোজার বাবাকে !

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো খবর দেখুন :- বিনা সুদে 5 লাখ টাকা লোন দিচ্ছে কেন্দ্র সরকার। কিভাবে আবেদন করবেন জেনে নিন

আরো খবর দেখুন :- জানেন ভারতের পূর্বনাম কি ছিল ? কিভাবে এল আর্যরা ? জানুন অজানা ইতিহাস

আরো খবর দেখুন : শরীরের বিভিন্ন অংশে ব্যাথার সমস্যায় ভুগছেন ? দ্রুত মুক্তি দেবে হোমিওপ্যাথি

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন