Bangla News Dunia, বাপ্পাদিত্য:-বুধবার মধ্যরাতে সইফ আলি খানের উপর হামলা করে অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি। ঘটনাটি ঘটেছে তাঁর নিজের বাড়িতেই। হাসপাতালে ভর্তি আছেন সইফ। তাঁর অস্ত্রোপচার হয়েছে। অভিনেতার মেরুদণ্ড, ঘাড় এবং শরীরের বিভিন্ন অংশে চোট লেগেছে। লীলাবতী হাসপাতালে ভর্তি করানো হয়েছে সইফকে। এই খবরে তোলপাড় গোটা দেশ। নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। সইফের সঙ্গে ঘটে যাওয়া ভয়াবহ ঘটনাতে প্রতিক্রিয়া জানিয়েছেন সইফের সহ-অভিনেত্রী শ্রীলেখা মিত্র। অভিনেতার মিষ্টি স্বভাবের প্রশংসা করতে করতে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। সেই সঙ্গে ভাগ করে নিয়েছেন কিছু ছবিও। যে ছবি তিনি তুলেছিলেন বিজ্ঞাপনী ছবিতে সইফের সঙ্গে অভিনয় করার সময়।
শ্রীলেখা মিত্র বলেছেন:
‘২০০৭ সালের একটি বিজ্ঞাপনের কাজ করেছিলাম আমি আর সইফ। প্রদীপ সরকার ছিলেন পরিচালক। শুটিং হয়েছিল ব্যাংককে। আজ আমি কিছু ছবি পোস্ট করেছি সোশাল মিডিয়ায়। দেওয়ার কারণও খুবই স্পষ্ট। আমি খুবই ভোর ভোর ঘুম থেকে উঠি। সাড়ে ৬টা-৭টা নাগাদ ঘুম থেকে উঠি। গুগল সার্চ করে জানলাম, সইফের উপর হামলা হয়েছে তাঁর নিজের বাড়িতেই। আজ এই পোস্টগুলো দিয়ে লিখলাম, সইফ রিকভার করছেন, সুস্থ আছেন।
যে কটি কাজ মুম্বইয়ে করেছি, প্রত্যেকটার কাজের অভিজ্ঞতা আমার ভীষণ ভালো। তাঁরা মানুষকে সম্মান দিতে জানেন। সেই সম্মান আমি পেয়েওছি। আজ সেই আলোচনায় বেশি ঢুকছি না। সইফের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আমার ভালো। একটু ফ্লার্ট করেছে আমার সঙ্গে। আমি ফ্লার্ট করতে পারিনি, কারণ বউ মোডে ছিলাম। সদ্য মা হয়েছি। দেড়, দু’বছরের মেয়ে ছিল আমার। তাই রেসিপ্রোকেট করিনি। অ্যাকশন বললে সইফ এক্কেবারে অন্য এক মানুষ হয়ে যেত। সইফদের মতো তারকাদের খুঁতখুঁতে ভাব থাকে। না হলে তাঁরা তৃপ্ত হতেই পারেন না। এগুলো খুবই শেখার বিষয়। যেটা এখানকার মানুষদের মধ্যে খুবই অভাব। সইফ, আমির আর শাহরুখ খুবই মাটির মানুষ। অমায়িক। সইফের সঙ্গে এমন একটা ঘটনা যে ঘটেছে, সেটা খুবই আশ্চর্য ও দুর্ভাগ্যজনক।’