Bangla News Dunia, দীনেশ : গত সপ্তাহেই শুরু হয়ে গিয়েছে একটি সম্পূর্ণ নতুন বছর। বছরের শুরুতেই শেয়ার বাজারে আকর্ষণীয় বৃদ্ধি দেখতে পাওয়া গিয়েছে। নিফটিতে সামগ্রিকভাবে চমকপ্রদ উত্থান দেখতে পেয়েছেন ইনভেস্টররা। সম্পূর্ণ ডিসেম্বর মাস জুড়েই বাজারে তীব্র অস্থিরতার চাপ লক্ষ্যণীয় হয়েছিল। তবে, জানুয়ারি মাসের শুরুতেই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে নিফটি ও সেনসেক্স। একাধিক সেক্টরেও চমকপ্রদ পারফর্ম্যান্স দেখা গিয়েছে। যদিও সপ্তাহের শেষে দুটি সূচকই রয়েছে লাল রঙে। তবে, এই নতুন সপ্তাহটি শেয়ার বাজারের জন্য খুব ইতিবাচক হতে পারে বলেই প্রত্যাশা করছেন ইনভেস্টররা।
চলতি সপ্তাহে নিফটিতে কী ধরনের পারফর্ম্যান্স লক্ষ্যণীয় হতে পারে? ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচকটিতে কী আগামীতে আরও উচ্চ স্তর লক্ষ্যণীয় হতে চলেছে? সম্প্রতি একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে এবিষয়ে নিজের দৃষ্টিভঙ্গির প্রসঙ্গে উল্লেখ করেছেন Axis Securities –এর বিশেষজ্ঞ Rajesh Palviya । চলতি সপ্তাহে বেশ কয়েকটি স্টক ক্রয় করার পরামর্শও দিয়েছেন তিনি। বিশেষজ্ঞের সম্পূর্ণ মতামত রইল নিম্নলিখিত-
আরও পড়ুন:– স্পিড ব্রেকারের ঝাঁকুনিতে অ্যাম্বুল্যান্সে বেঁচে উঠলেন ‘মৃত’, তারপর….
এই সপ্তাহে নিফটিতে কী ধরনের পারফর্ম্যান্স দেখতে পাওয়া যেতে পারে?
নিফটি এটির 200 দিনের মুভিং অ্যাভারেজের উপর ফিরে এসেছে। গত সপ্তাহটি নিফটির জন্য স্পষ্টভাবেই খুব ইতিবাচক হয়ে উঠেছে। নতুন বছরের প্রথম সপ্তাহেই বাজারে দুর্দান্ত বৃদ্ধি দেখতে পাওয়া গিয়েছে। বিনিয়োগকারীদের মধ্যে ইতিবাচক দৃষ্টিভঙ্গি ফিরে আসতে দেখা যাচ্ছে। নিফটি ইতিমধ্যেই 23,800 স্তরটিকে অতিক্রম করতে সক্ষম হয়ে উঠেছে। এই মুহূর্তে এটি 24,000 স্তরের কাছাকাছি ট্রেড করছে।
আমাদের ধারণা, যদি এই সপ্তাহে নিফটি 24,050 স্তরটিকে অতিক্রম করতে সক্ষম হয়ে ওঠে সেই ক্ষেত্রে সূচকটিতে আরও উচ্চ স্তর দেখতে পাওয়া যেতে পারে। বৃদ্ধি অব্যাহত থাকলে নিফটিতে আগামীতে 24,200 থেকে 24,250 স্তর লক্ষ্যণীয় হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীতে 24,800 স্তরটি নিফটির জন্য খুব গুরুত্বপূর্ণ হবে। বিনিয়োগকারীদের এই স্তরটির উপর লক্ষ্য রাখা উচিত। এই স্তরটি অতিক্রম করে গেলে সূচকটিতে ধারাবাহিকভাবে বৃদ্ধি দেখতে পাওয়ার সম্ভাবনা বর্তমান।
আরো পড়ুন :- অবশেষে ৩২ হাজার Group D কর্মী নিয়োগ শুরু ! প্রকাশিত হল বিজ্ঞপ্তিও
চলতি সপ্তাহে কোন কোন স্টকে লগ্নির সুযোগ আসবে?
এই সপ্তাহে আমরা তিনটি স্টকের উপর ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রাখছি। প্রথম স্টকটি রয়েছে অটো সেক্টরে। এই খাতটি থেকে Eicher Motor –এর স্টকটি ক্রয় করা যেতে পারে। স্টকটি যেভাবে ব্রেকআউট প্রদান করেছে এটিতে আগামীতেও বৃদ্ধি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। বিনিয়োগের ক্ষেত্রে টার্গেট হবে 5450 টাকা। স্টপ লস থাকবে 5220 টাকায়। দ্বিতীয় স্টকটি হল Bata India । এই স্টকটিতে ক্রয়ের তীব্র আগ্রহ দেখা গিয়েছে। স্টকটি ক্রয়ের ক্ষেত্রে টার্গেট হবে 1500 থেকে 1510 টাকার কাছাকাছি। স্টপ লস থাকবে 1430 টাকায়। তৃতীয় স্টকটি হল IGL । এই স্টকটির জন্য টার্গেট থাকবে 458 টাকায়। স্টপ লস হবে 430 টাকা।
আরও পড়ুন:– বরফের মতো সাদা হয়ে যাচ্ছে শিশুরা, শীতের কামড়ে আরও বেহাল গাজ়া
রেলওয়ে নিয়োগ 2025 : 32,438টি গ্রুপ ডি শূন্যপদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/8GpFZxawtG
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025
পশ্চিমবঙ্গ চাকরির শূন্যপদ 2025 : সমস্ত WB চাকরির নিয়োগ আপডেট জানুনhttps://t.co/QDNLjfCNhF
— The Global Press Bangla (@kaushik94544429) January 4, 2025
SBI Recruitment 2025 : 14191 ক্লার্ক শূন্য পদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/950tLOEBdm
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025