Bangla News Dunia, বাপ্পাদিত্য:- আর কয়েকটা দিনের অপেক্ষা। তারপরই সন্ধে নামলে আকাশে দেখা যাবে নেকড়ে চাঁদ। ঠান্ডা গায়ে মেখেই এই চাঁদ উঠবে আকাশের বুকে। যা সারা বিশ্বের মানুষ দেখতে পাবেন ঠিকই, তবে ভারতে এই চাঁদকে সামনে রেখেই শুরু হবে এক মহামিলন পর্ব। যা বিশ্বের দরবারে সবচেয়ে বড় মহামিলন বলে পরিচিত।
আগামী ১৩ জানুয়ারি পূর্ণিমা। ওদিনই আকাশে দেখা যেতে চলেছে পূর্ণচন্দ্র। যাকে পাশ্চাত্যে বলা হয় নেকড়ে চাঁদ। কেন নেকড়ে চাঁদ? আমেরিকায় বরফাবৃত কনকনে শীতের দিনে রাত নামলে গ্রামাঞ্চলে শোনা যায় নেকড়ের পালের সমবেত ডাক। তাই ভরা শীতের সময়ের এই পূর্ণিমার নাম হয় উলফ মুন বা নেকড়ে চাঁদ।
অনেকে অবশ্য একে বুড়ো চাঁদ বলেও ডেকে থাকেন। তবে ভারতে এই চাঁদ পৌষ পূর্ণিমা নামে বিখ্যাত। যে পুণ্যদিনকে সামনে রেখেই শুরু হবে প্রয়াগরাজে বিশ্বের সর্ববৃহৎ মেলা মহাকুম্ভ। যেখানে কমপক্ষে ২৫ কোটি মানুষের জমায়েত হতে চলেছে বলে মনে করছে প্রশাসন।
আরও পড়ুন:– সুখবর! চিটফান্ডের টাকা ফেরত দেওয়া হচ্ছে! কারা ও কিভাবে টাকা পাবেন? জেনে নিন
১৩ জানুয়ারি থেকে এই মেলা শুরু হয়ে চলবে প্রায় ২ মাস। ফেব্রুয়ারির শেষে গিয়ে শেষ হবে এই মেলা। এরমধ্যেই ৩টি শাহি স্নান রয়েছে। ওই ৩ বিশেষ দিনে কোটি কোটি মানুষ একই দিনে স্নান করবেন ত্রিবেণী সঙ্গমে।
পৌষ পূর্ণিমাকে সামনে রেখে ভারত কোমর বেঁধে তৈরি হয় মকরসংক্রান্তি পালনে। কারণ ১৪ জানুয়ারি মকরসংক্রান্তি। যা ভারতের প্রতিটি কোণায় পালিত হয়।
প্রতিটি কোণায় তা পালনের আলাদা আলাদা রীতি। বাংলায় আবার পৌষপার্বণও বলা হয় এই মকরসংক্রান্তিকে। সে সময় গোটা বাংলা মেতে ওঠে পিঠে পুলির আনন্দে।
আরও পড়ুন:– মোবাইলে ভুয়ো ফোন বা মেসেজ এলে কী করা উচিত? জেনে নিন
রেলওয়ে নিয়োগ 2025 : 32,438টি গ্রুপ ডি শূন্যপদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/8GpFZxawtG
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025
পশ্চিমবঙ্গ চাকরির শূন্যপদ 2025 : সমস্ত WB চাকরির নিয়োগ আপডেট জানুনhttps://t.co/QDNLjfCNhF
— The Global Press Bangla (@kaushik94544429) January 4, 2025
SBI Recruitment 2025 : 14191 ক্লার্ক শূন্য পদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/950tLOEBdm
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025