Bangla News Dunia, দীনেশ : প্রয়াগরাজের মহাকুম্ভ মেলায় অন্যতম আকর্ষণ হয়ে উঠেছেন ‘আইআইটি বাবা’ (Viral IIT Baba) ওরফে অভয় সিং (Abhey Singh)। গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর ত্রিবেণী সঙ্গমে অমৃত স্নান করতে পৌঁছে গিয়েছিলেন এই সন্ন্যাসী। সেখানে সংবাদমাধ্যমে নিজের জীবন কাহিনি সম্পর্কে দু’চার কথা বলতে শোনা যায় তাঁকে। আর তারপরই ঝড়ের গতিতে ভাইরাল হন তিনি। তবে জানা গিয়েছে, জুনা আখড়া (Juna Akhara), যেখানে এতদিন তিনি ছিলেন সেখান থেকে শনিবার তাঁকে বহিষ্কার (Expelled) করা হয়েছে। কিন্তু কেন হঠাৎ এই পদক্ষেপ নেওয়া হল?
আরো পড়ুন :- ২টো কম্পিউটার আর দুজনের টিম, মাসে মাসে ঘরে বসে আয় ১.৫ লক্ষ টাকা ! একদম নতুন ব্যবসা
জুনা আখড়া সূত্রে খবর, নিজের গুরু মহন্ত সোমেশ্বর পুরীকে অশ্লীল ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠেছে আইআইটি বাবার বিরুদ্ধে। এরপরই তাঁকে আখড়া থেকে বহিষ্কার করা হয়। এমনকি জুনা আখড়া বা আশেপাশের এলাকাতেও প্রবেশ নিষিদ্ধ তাঁর। এ প্রসঙ্গে জুনা আখড়ার প্রধান মহন্ত হরি গিরি বলেন, ‘অভয় সিং যা করেছে তা গুরু ও শিষ্যের ঐতিহ্য এবং সন্ন্যাসীর নীতির বিরুদ্ধে। গুরুকে অসম্মান করা সনাতন ধর্ম এবং আখড়ার প্রতি শ্রদ্ধার অভাব প্রকাশ করে।’ তিনি আরও বলেন, ‘জুনা আখড়ায় শৃঙ্খলা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কেউই এর ঊর্ধ্বে নয়। কিন্তু অভয় সিং নিয়ম লঙ্ঘন করেছে তাই আখড়ার শৃঙ্খলা কমিটি তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে।’ যতদিন না আইআইটি বাবা ওরফে অভয় নিজের গুরুকে সম্মান করতে এবং শৃঙ্খলা মেনে চলতে শিখছেন, ততদিন পর্যন্ত তাঁকে আখড়ায় নিষিদ্ধই রাখা হবে বলেও জানান তিনি।
আরো পড়ুন :- সাংবাদিকের সঙ্গে প্রেমে মজে মেসি? মুখ খুললেন মার্তিনেজ়
যদিও আখড়া থেকে বহিষ্কারের অভিযোগ অস্বীকার করেছেন আইআইটি বাবা। উলটে তাঁকে নিয়ে গুজব ছড়ানোর অভিযোগ তুলেছেন তিনি জুনা আখড়ার সাধকদের বিরুদ্ধে। তিনি বলেন, ‘তাঁরা মনে করে আমি বিখ্যাত হয়ে গিয়েছি। তাই তাঁদের বিষয়ে গোপন কোনও তথ্য ফাঁস করে দিতে পারি। সেই কারণেই আখড়ার ছাড়ার নির্দেশ দেওয়া হয় আমাকে।’
প্রসঙ্গত, আইআইটি বম্বেতে এরোস্পেস ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন বলে দাবি ‘আইআইটি বাবা’ অভয় সিংয়ের। বোনের কথায় কানাডাও পাড়ি দিয়েছিলেন। কিন্তু কোনও কিছুতেই মন টেকেনি তাঁর। দেশে ফিরে আধ্যাত্মিকতার পথ অনুসরণ করেন তিনি।
আরো পড়ুন :- বরফে ঢাকা গ্রিনল্যান্ড কিনতে কেন এত মরিয়া হয়ে উঠেছেন ট্রাম্প? জানতে পড়ুন বিস্তারিত