Bangla News Dunia, সারদা দে :- আগামীকাল ফাঁসি হচ্ছে নির্ভয়া কাণ্ডের দোষীদের। শুক্রবার ভোর ৫ টার সময় ফাঁসির আদেশ বজায় রাখলো আদালত। এর মধ্যে দোষীদের আইনজীবী আন্তর্জাতিক আদালতে চলে গেছিলেন। কিন্তু সেই রায় বাতিল করে পুরোনো রায় বজায় রাখলো দিল্লী আদালত। তবে দোষীরা পুনরায় স্থগিতাদেশের আর্জি জানিয়েছে। তাদের দাবি আইনি প্রতিকারের এখনো সুযোগ রয়েছে।
[ আরো পড়ুন :- সুদ কমাতে পারে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ]
এর আগে অবশ্য দোষীরা আলাদা আলাদা ভাবে তাদের প্রাণভিক্ষা চেয়েছিলো রাষ্ট্রপতির কাছে। এর ফলে বারংবার তাদের ফাঁসির দিন পিছিয়ে যাচ্ছিলো। কিন্তু তাদের সেই আবেদন খারিজ করে দেন রাষ্ট্রপতি। এর পরে তাদের পরিবার তাদের হয়ে ইচ্ছেমৃত্যুর আবেদন করে। এর ফলে সবার মনেই প্রশ্ন এসেছিলো যে আদৌ এই জঘন্য অপরাধ করার পর ধর্ষকরা শাস্তি পাবে কিনা তা নিয়ে । অবশেষে এই সব রকমের জল্পনার অবসান ঘটালো।
[ আরো পড়ুন :- আপনি কি ওয়াফ-ফাই ব্যবহার করেন ? তবে সাবধান। ]
প্রসঙ্গত ১৬ ডিসেম্বর ২০১২ সালে দক্ষিণ দিল্লির মুনরিকায় এই জঘন্য ঘটনাটি ঘটে। ২৩ বছরের ফিজিওথেরাপি ইন্টার্ন নির্ভয়া তার বন্ধুর সাথে বাসে যাওয়ার সময় এই চার দুষ্কৃতি মুকেশ সিংহ ,পবন গুপ্ত, অক্ষয় ঠাকুর এবং বিনয় শর্মা তাকে রেপ করে মার্ডার করে। ঘটনাটি নিয়ে সারা দেশ উত্তাল হয়ে উঠেছিল।