আগামী বছর গুলোতে ভারতকে কেউ আটকাতে পারবে না : আদানি

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব : মহামারী বদলে দিয়েছে গোটা পৃথিবীর অর্থনীতিকে। মন্দের মুখে তৎকথিত উন্নত বহু দেশ। ভারতীয় অর্থনীতির শক্তিশালী হচ্ছে। ২০৫০ সালের মধ্যে ৩০ লক্ষ কোটি টাকার অর্থনীতি হতে চলেছে ভারত, আশাবাদী ধনকুবের শিল্পপতি গৌতম আদানি। তিনি জানান, আদানি গোষ্ঠীর উত্থান বেলুন নয়। এছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ঘনিষ্ঠতা সূত্রে সাফল্য, অভিযোগেরও জবাব দিয়েছেন আদানি। তাঁর সাফ কথা, ২২টি রাজ্যে ব্যবসা করছি, সব জায়গায় বিজেপি নেই।

আরো পড়ুন :- বাংলায় ৭৩৪ কোটির বিনিয়োগ মোদী সরকারের

শক্তি, বন্দর, খনি, বিমানবন্দর, পরিকাঠামো-সহ বিভিন্ন ক্ষেত্রে আদানি গোষ্ঠীর ব্যবসায়িক বৃদ্ধি গত কয়েক বছরে চোখে পড়ার মতো। ক্রমশ ভারত, এশিয়া তথা বিশ্বের ধনীতম ব্যক্তি হয়ে উঠছেন জন্মসূত্রে গুজরাটের বাসিন্দা গৌতম আদানি। সাম্প্রতিক সাক্ষাৎকারে আদানি বলেন, ভারতীয় অর্থনীতি যেভাবে এগোচ্ছে তাতে আগামী দিনে “মাথাপিছু আয় বাড়বে, কাজের সুযোগ বাড়বে।

আরো পড়ুন :- দেশে খুচরো মুদ্রাস্ফীতি সর্বনিম্ন ! দ্রুত কমবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ?

আগামী বছর গুলোতে ভারতকে কেউ আটকাতে পারবে না।” পরিসংখ্যান তুলে ধরেন শিল্পপতি। জানান, স্বাধীনতার পর ৫৮ বছর লেগেছিল ১ লক্ষ কোটি টাকার অর্থনীতি হতে। পরবর্তী ১২ বছরে তা হয় ২ লক্ষ কোটি, পরের পাঁচ বছরে ৩ লক্ষ কোটি। ইদানীংকালে অর্থনৈতিক উন্নয়নের গতি বৃদ্ধিতেই ২০৫০ সালের মধ্যে ৩০ লক্ষ কোটি টাকার অর্থনীতি হয়ে উঠবে ভারত।

মোদি তথা গেরুয়া শিবিরের ঘনিষ্ঠতা এবং সাফল্যের প্রসঙ্গে গৌতম আদানি বলেন, “প্রতিটি রাজ্যে বিনিয়োগ করতে চাই আমরা। আদানি গোষ্ঠী খুশি, বর্তমানে ২২টি রাজ্যে কাজ করছি আমরা।” এরপরই শিল্পপতি বলেন, “সমস্ত রাজ্যই কিন্তু বিজেপি-শাসিত নয়। এ কথা বলতে পারি, আমাদের কোনও রাজ্য সরকারের সঙ্গে কোনও রকম সমস্যা নেই।”

আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল

আরো পড়ুন :- পাকিস্তানে হামলা চালাল আফগান তালিবান, নিহত ৬, আহত ১৭

আরো পড়ুন :- ডিসেম্বর ছেড়ে এ বার জানুয়ারির-হুমকি শুভেন্দুর !

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন