আগুন আতঙ্কে ট্রেন থেকে নামতেই ধাক্কা অন্য ট্রেনের, যাত্রীদের মৃত্যুমিছিল মহারাষ্ট্রে

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, দীনেশ : ট্রেনে আগুন লেগেছে তা জানতে পেরেই লাফ দিয়ে রেললাইনে নেমেছিলেন পুষ্পক এক্সপ্রেসের (Pushpak Express) যাত্রীরা। আর নামতেই যাত্রীদের উপর দিয়ে চলে গেল দ্রুত গতিতে থাকা কর্ণাটক এক্সপ্রেস (Karnataka Express)। বুধবার মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রে (Maharashtra)। এই ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে কমপক্ষে ৮ জনের। আহত হয়েছেন অনেকে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন:– প্রথম দিনেই সাবস্ক্রিপশনের ঢল, এই IPO-তে লগ্নি করলে বাম্পার লাভ হতে পারে

জানা গিয়েছে, এদিন জলগাঁও এবং পাচোরা স্টেশনের মাঝে এই ঘটনাটি ঘটেছে। পুষ্পক এক্সপ্রেসে আগুন লাগার গুজবে যাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। কিছু যাত্রী প্রাণ বাঁচাতে চেন টেনে ট্রেন থেকে লাফিয়ে পড়েন। আর পাশের রেললাইনে নামতেই অপরদিক থেকে আসা কর্ণাটক এক্সপ্রেস যাত্রীদের পিষে চলে যায়। খবর পেয়েই রেল ও জেলা প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন। উদ্ধার অভিযান শুরু হয়েছে। আগুন লাগার গুজব কীভাবে ছড়াল তা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন:– মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশে ভারতীয় কোস্ট গার্ডে প্রচুর নাভিক নিয়োগ চলছে! মাসিক বেতন ২১,৫০০ টাকা

আরও পড়ুন:– বিরাট কর্মসংস্থানের সুযোগ, নতুন বিনিয়োগ হলদিয়া শিল্প তালুকে, জানুন এক ক্লিকেই 

আরও পড়ুন:– বিপাকে দিঘার ২৪টি হোটেল, বাসি খাবার বিক্রি, ধরা পড়ল আরও অনেক কিছুই

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন