আচমকাই এক ধাক্কায় ১২% DA বাড়াল রাজ্য সরকার! বিরাট সুখবর পেনশনভোগীদের জন্যও

By Bangla News Dunia Rajib

Published on:

indian-money-Dearness-Allowance

Bangla News Dunia , Rajib : ২০২৪ সাল শেষ হতে আর মাত্র হাতেগোনা কয়েকটা দিন বাকি। ইতিমধ্যেই নতুন বছর নিয়ে কাউন্টডাউন অবধি শুরু হয়ে গিয়েছে। তবে এরই মাঝে রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীদের চমক দিল সরকার। এক ধাক্কায় কয়েক শতাংশ ডিএ (Dearness allowance) ও DR বাড়ল সরকারি কর্মীদের। ইতিমধ্যেই এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি অবধি জারি করেছে রাজ্য সরকার। আর এই বিজ্ঞপ্তি দেখে খুশি হয়ে গিয়েছেন সকলে। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

বড় চমক দিল সরকার

আসলে বছর শেষ হওয়ার আগে সরকারি কর্মীদের উপহার দিয়েছে হরিয়ানা সরকার। হরিয়ানায় পঞ্চম ও ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী, বেতন ও পেনশন পাওয়া সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা বেশি মহার্ঘ ভাতা পাবেন। ষষ্ঠ বেতন কমিশনের সুবিধা পাওয়া কর্মচারী ও পেনশনভোগীদের মহার্ঘ ভাতা (DA) ৭ শতাংশ বাড়ানো হয়েছে।

আরো পড়ুন :- ডিসেম্বরে একগাদা ছুটি, বন্ধ থাকবে স্কুল-কলেজ! চট করে দেখে নিন হলিডে লিস্ট

তারা এখন ২৩৯ শতাংশের পরিবর্তে ২৪৬ শতাংশ DA পাবে। অর্থাৎ ৭ শতাংশ অবধি বেড়েছে ভাতার পরিমাণ। অন্যদিকে পঞ্চম বেতন কমিশন অনুযায়ী বেতনভোগী কর্মচারী ও পেনশনভোগীদের DA বেড়েছে ১২ শতাংশ। তারা এখন ৪৪.৩ শতাংশের পরিবর্তে ৪৫.৫ শতাংশ মহার্ঘ ভাতা পাবেন।

নির্দেশিকা জারি অতিরিক্ত মুখ্যসচিবের

গত ১৫ নভেম্বর পঞ্চম ও ষষ্ঠ বেতন কমিশনের কর্মীদের ডিএ বাড়িয়েছিল কেন্দ্রীয় সরকার। এরপরই অর্থ দফতরের অতিরিক্ত মুখ্যসচিব অনুরাগ রাস্তোগি হরিয়ানায় মহার্ঘ ভাতা বাড়ানোর নির্দেশ জারি করেছেন। বর্ধিত মহার্ঘ ভাতা ২০২৪ সালের ১ জুলাই থেকে কার্যকর হবে।

জুলাই থেকে অক্টোবর পর্যন্ত মোট চার মাসের বকেয়া বেতন ও পেনশনের সঙ্গে জানুয়ারিতে প্রাপ্ত বেতন ও পেনশন এবং নভেম্বর মাসের বেতন ও পেনশনের সঙ্গে বর্ধিত ডিএ অন্তর্ভুক্ত থাকবে।

আরো পড়ুন :-  বিনিয়োগ সহ পেনশন নিয়ে সিদ্ধান্ত, আজই বড় মিটিং হতে চলেছে EPFO-র

রাজ্যে লাগু হল সপ্তম বেতন কমিশন

হরিয়ানায় সপ্তম বেতন কমিশন চালু থাকলেও পঞ্চম ও ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী এখনও বিপুল সংখ্যক কর্মচারী ও পেনশনভোগী বেতন ও পেনশন পাচ্ছেন। সপ্তম বেতন কমিশন অনুযায়ী প্রায় তিন লক্ষ কর্মচারী এবং দু’লক্ষ ৬০ হাজার পেনশনভোগীর মহার্ঘ ভাতা ইতিমধ্যেই ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৫৩ শতাংশ করা হয়েছে।

আরো পড়ুন :- রফতানিতে রেকর্ড গড়ল ভারত ! সফল মোদী সরকার

আরো পড়ুন:এবার মহাসমুদ্রে ডুব দিয়ে এলিয়েন খুঁজবে নাসা, কিভাবে? জানতে হলে পড়ুন

আরো পড়ুন :- NIT দুর্গাপুরে কর্মী নিয়োগ চলছে! সরাসরি ইন্টারভিউর মাধ্যমে, বেতন ২০,০০০/- টাকা

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- SBI থেকে LPG, OTP! ১ ডিসেম্বর থেকে বদলে যাচ্ছে ৪ নিয়ম

আরো পড়ুন :- রাহানে, আইয়ার বা রিঙ্কু সিং! নিজেকে KKR-র অধিনায়ক ঘোষণা করলেন ‘তারকা’

আরো পড়ুন :- বীরভূমের কোর কমিটির চেয়ারম্যান তিনিই, কালীঘাটের বৈঠকের পরেই ঘোষণা অনুব্রতর

Bangla News Dunia Rajib

মন্তব্য করুন