আচমকা ছুটি বাতিল হয়ে গেল সরকারি কর্মীদের। বছরের শুরুতেই কেন এমন নির্দেশিকা জারি করলো মধ্যশিক্ষা পর্ষদ

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- সকলে মনে করেন সরকারি চাকরি মানেই বছর ভর ছুটি ‌(Holiday). এমনিতে দেখা যায়, প্রত্যেক বছরের শুরুতেই ছুটির ক্যালেন্ডার প্রকাশ করে রাজ্য সরকার। আর সেই ক্যালেন্ডার অনুযায়ী ছুটি পেয়ে থাকেন কর্মীরা। এমনিতেই বাঙালির বারো মাসে তেরো পার্বণ। আর উৎসব ও অনুষ্ঠানে লাগাতার ছুটি থাকেই। তবে এবার ছুটি বাতিল হয়ে গেল সরকারি কর্মীদের। বিশেষ করে স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে।

Government Employees Holiday Cancel

রাজ্যের সরকারি স্কুলে কর্মরতদের ছুটি বাতিলের নির্দেশ এলো রাজ্য সরকারের তরফে। শিক্ষকদের জন্য সরকারি ছুটি বাতিলের খবর। সম্প্রতি একটি নোটিশ প্রকাশ হয়েছে আর এই নোটিশ থেকে দেখা যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা চলাকালীন আর কোনো ছুটি থাকছে না শিক্ষক -শিক্ষিকাদের। শুধু তাই নয়, শিক্ষক-শিক্ষিকাদের পাশাপাশি শিক্ষাকর্মীদেরও ছুটি দেওয়া হবে না। ইতিমধ্যে এই মর্মে নির্দেশিকা জারি করল মধ্যশিক্ষা পর্ষদ। বুধবার মধ্যশিক্ষা পর্ষদের তরফে একটি নির্দেশিকা জারি করে এই বিষয়ে ডিটেলসে জানানো হয়েছে।

আরও পড়ুন:– ‘আইআইটি বাবা’ থেকে ‘রাবড়ি বাবা’, মহাকুম্ভে হইচই ফেলে দিয়েছেন এই বিচিত্র সাধুরা

মধ্যশিক্ষা পর্ষদের নোটিশে কী বলা হল?

সম্প্রতি শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য মধ্যশিক্ষা পর্ষদ যে ছুটি বাতিলের নোটিশ জারি করেছে সেই নোটিশে উল্লেখ রয়েছে যে, পরীক্ষা চলাকালীন সময়ে যে স্কুলগুলি পরীক্ষাকেন্দ্র হবে সেখানে কোনো যথাযথ কারণ ছাড়া ছুটি দেওয়া হবে না সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষাকর্মীদের। অবশ্য এও উল্লেখ করা হয়েছে যে, বিশেষ কিছু ক্ষেত্রে এই নিয়মের ছাড় পাওয়া যাবে।

সংশ্লিষ্ট স্কুলে কর্মীর সন্তান যদি মাধ্যমিক অথবা উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী হয় তাহলে সেক্ষেত্রে ছুটি পাওয়া যাবে। তবে তার জন্য ছুটির আবেদনের সাথে সন্তানের পরীক্ষার রুটিন, অ্যাডমিট কার্ড সহ সমস্ত প্রয়োজনী ডকুমেন্ট জমা করতে হবে। শুধু তাই নয়, মা বাবা দুজনে যদি শিক্ষকতার পেশার সাথে যুক্ত থাকেন সেক্ষেত্রে একজন শিক্ষাকর্মী হলে তবে যে কোনো এক জন ছুটি পাবেন।

এর পাশাপাশি উল্লেখ করা হয়েছে, যদি পরীক্ষার সময় ছুটির প্রয়োজন হয়, তবে সেই ছুটির জন্য কমপক্ষে ৩ সপ্তাহ আগে থেকে আবেদন করতে হবে। মনে রাখতে হবে, যদি উক্ত শিক্ষক অথবা শিক্ষাকর্মীদের সন্তান পরীক্ষার্থী হন, তাকে এই পরীক্ষা সংক্রান্ত কাজ যেমন প্রশ্নপত্র বিতরণ বা প্যাকেট খোলার মত কাজও দেওয়া হবে না।

চলতি বছর অর্থাৎ ২০২৫ সালে ১০ই ফেব্রুয়ারি থেকে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার জন্য অ্যাডমিট বিতরণ শুরু হবে ৩০শে জানুয়ারি সকাল ১১টা থেকে চলবে বিকেল ৫টা অবধি। ১০ তারিখ পরীক্ষা শুরু হবে প্রথম ভাষা দিয়ে। আর ২০ তারিখ পর্যন্ত চলবে মূল বিষয়ের পরীক্ষা। ২২ তারিখ ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা হবে।

আরও পড়ুন:– রাজ্যে খুব শীঘ্রই বসবে ৪ লক্ষ প্রিপেড স্মার্ট মিটার, আরও জানতে পড়ুন….

আরও পড়ুন:– পোস্ট অফিসে একাধিক শূন্যপদে চাকরি। সরাসরি অনলাইনে জমা করুন আবেদন। বিস্তারিত দেখে নিন

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন