আজ ইস্টবেঙ্গলের ম্যাচ টিভি-তে দেখা যাবে না, মোবাইলে কীভাবে দেখবেন? রইল Link

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

EastBengal

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- এএফসি চ্যাম্পিয়ন্স লিগে শুরুটা মনমতো না হলেও দারুণভাবে ফিরে এসেছে ইস্টবেঙ্গল। পারো এফসি-র বিরুদ্ধে ড্র করার পর নিজের পুরোনো দলের বিরুদ্ধে দারুণ জয় পেয়েছে অস্কার ব্রুজোর দল। ৪-০ গোলে বসুন্ধরা কিংসকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের আশা জিইয়ে রেখেছেন সৌভিক চক্রবর্তী, সল ক্রেসপোরা। তবে জিততে হবে শুক্রবারও। গ্রুপ পর্বের শেষ ম্যাচে এবার তাদের প্রতিপক্ষ নেজমেহ এফসি।

কীভাবে দেখবেন এই ম্যাচ?
শুক্রবার সাড়ে তিনটের সময় শুরু হবে এই ম্যাচ। এএফসি চ্যালেঞ্জ লিগের কোনও ম্যাচই টিভিতে দেখা যাচ্ছে না। তবে ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে শুক্রবার দুপুরে একটি ইউটিউব লিঙ্ক শেয়ার করা হয়েছে। সেই লিঙ্কে গিয়ে সরাসরি দেখতে পারেন এই ম্যাচ।

আরো পড়ুন:- পৃথিবীর চেয়ে ৫ গুণ বেশি বড়, থাকতে পারবে মানুষও! ভারতীয় বিজ্ঞানীদের আবিষ্কার

ম্যাচের লিঙ্ক- https://www.youtube.com/live/NYzeCSW74ok?si=dF4wOEDqcTz3w7Qa

কীভাবে কোয়ার্টার ফাইনালে যেতে পারে ইস্টবেঙ্গল?
দু’ম্যাচে চার পয়েন্ট নিয়ে গ্রুপে দু’নম্বরে উঠে এসেছে ইস্টবেঙ্গল। সমসংখ্যক ম্যাচে ২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে সেবাননের নেজামেহ এফসি। ১ নভেম্বর তাদের হারালেই সরাসরি নকআউটে পৌঁছে যাবে ইস্টবেঙ্গল। তবে সেই মাচ থেতে পুরো পয়েন্ট না পেলে, অর্থাৎ ড্র করলেও শেষ আটে যাওয়া নিয়ে জটিল অঙ্কের মধ্যে পড়বে ইস্টবেঙ্গল। কারণ নিয়ম অনুযায়ী, এই প্রতিযোগিতার পশ্চিমাঞ্চলের তিন গ্রুপের চ্যাম্পিয়নদের পাশাপাশি সেরা দ্বিতীয় স্থানাধিকারী দল যাবে নকআউটে। বসুন্ধরার বিরুদ্ধে যে ছন্দে খেলেছে ইস্টবেঙ্গল তাতে এই ম্যাচ জেতার ক্ষেত্রে সমস্যা হওয়ার কথা নেই।

 

আপনি যদি ডেইলিহান্টে এই প্রতিবেদন দেখে থাকেন তবে সমস্ত প্রকারের প্রয়োজনীয় লিঙ্ক আপনি Banglanewsdunia.com ওয়েবসাইটে গিয়ে পেয়ে যাবেন।

চোটের জন্য অনিশ্চিত হেক্টর
বসুন্ধরার বিরুদ্ধে ম্যাচে পেশিতে চোট পান হেক্টর। শুক্রবারের ম্যাচে তাঁকে পাওয়া যাবে বলেই আশা ইস্টবেঙ্গলের। অস্কার ব্রুজো বলেন,  ‘হেক্টর ইউস্তে এই ম্যাচে খুব ভালো পারফরম্যান্স করছিল, সে এই ম্যাচে আমাদের সাফল্যের অংশ। মাঝখানে তাঁর পেশীর সমস্যা দেখা দিয়েছিল। কিন্তু এখনই এই নিয়ে কোনও কিছু বলা সম্ভব নয়। তবে আমি আশা করি আমরা তাঁকে ফিট করে আনতে পারব। সেটা সম্ভব না হলে আমাদের বিকল্প পরিকল্পনা প্রস্তুত থাকবে।’

 

আরো পড়ুন:-প্রতিমাসে ১৮ হাজার টাকা উপার্জন করার সুযোগ দিচ্ছে স্টেট ব্যাংক

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো খবর দেখুন :- বিনা সুদে 5 লাখ টাকা লোন দিচ্ছে কেন্দ্র সরকার। কিভাবে আবেদন করবেন জেনে নিন

আরো খবর দেখুন :- জানেন ভারতের পূর্বনাম কি ছিল ? কিভাবে এল আর্যরা ? জানুন অজানা ইতিহাস

আরো খবর দেখুন : শরীরের বিভিন্ন অংশে ব্যাথার সমস্যায় ভুগছেন ? দ্রুত মুক্তি দেবে হোমিওপ্যাথি

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন