আজ কার্ফুর সাফল্য দেখেই পরের ধাপ কি হবে তা ঠিক করা হবে

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia,  সমরেশ দাস : – করোনা সক্রামণ রুখতে গোটা দেশ জুড়ে সকাল ৭ তা থেকে রাত ৯ টা পর্যন্ত পালন করাহবে জনতা কার্ফু । কোরোনার বিরুদ্ধে লড়তেই দেশবাসীর কাছে সময় চেয়েছিলেন মাননীয় প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী । প্রথম পর্যায় ১৪ ঘন্টা । বিশেষজ্ঞ দের মতে করোনা ভাইরাস এর সংক্রামন ঠেকাতে জনতা কার্ফুর সিদ্ধান্ত একটি কার্যকরী পদক্ষেপ । অবশ্য অনেকের মোতে এটা আরো আগে করা উচিত ছিল । 

[আরো পড়ুন : করোনা আতঙ্কে রাজধানী এক্সপ্রেস থেকে নামানো হলো যাত্রীকে ]

এর জন্য আজ অনেক কিছুই চলবে ও চলবে না , যা আমরা এক নজরে দেখতে পারি ।

রেল : 

১. পূর্ব , উত্তর-পূর্ব সীমান্ত এবং দক্ষিণ-পূর্ব রেলের সব দূরপাল্লার ট্রেন বাতিল ।

২. পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেল এর প্যাসেঞ্জের ট্রেন বাতিল ।

৩. পূর্ব রেল এর হাওড়া ডিভিশন এ ৩৪১ টি লোকাল ট্রেন চলবে ।

৪. পূর্ব রেলের শিয়ালদাহ ডিভিশন এ ৫০০ টি ট্রেন চলবে ।

৫. দক্ষিণ পূর্ব রেলের ৩২ টি লোকাল ট্রেন চলবে ।

৬. মেট্রো চলবে সারাদিন এ মাত্র ৫৪ টি ।

৭. ইস্ট-ওয়েস্ট দিনে ৩৪টি ।

বাস : 

১. বেসরকারি বাস ওর মিনি বাস কম চলবে ।

২. চলবে সরকারি বাস যাত্রী অনুযায়ী ।

বিমান : 

১. ইন্ডিগোর ৫০টি ও অন্য দের গড়ে ৪-৫টি করে বাতিল ।

২. সমস্ত ইন্টারন্যাশনাল বিমান আগামী ২৮ তারিক পর্যন্ত বাতিল থাকবে ।

এছাড়া বন্ধ থাকছে রেস্টুরেন্ট , বার , বিনোদন পার্ক, নাইট ক্লাব , বিনোদন ক্লাব , ম্যাসেজ পার্লর , সিনেমা , জাদুঘর , চিড়িয়াখানা।

[ আরো পড়ুন :- স্টেজ থ্রী রুখতে কি কি করা উচিৎ জেনে নিন ও মেনে চলুন ]

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন